চিনে করোনা মহামারী, এবার শক্তি বাড়াচ্ছে ভারতেও!

দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগত যাত্রীদের  স্ক্রিনিং করার পাশাপাশি নেপাল সংলগ্ন বর্ডারের চেকপোস্ট ও রাজ্যগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়াদিল্লি: করোনা ভাইরাস এর উৎসস্থল চীনের উহান শহরে বসবাসকারী অন্তত আড়াইশোরও বেশি ভারতীয়কে সরিয়ে আনার সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারত। পাশাপাশি এয়ার সিল করার চিন্তাভাবনাও করা হচ্ছে। চীনের ক্রমবর্ধমান করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যেই ভারতে এই ভাইরাসের সঙ্গে মোকাবেলার প্রস্তুতি হিসেবে সোমবার ক্যাবিনেট সচিব রাজীব গৌবার তত্ত্বাবধানে এক বৈঠকে এবিষয়ে পর্যালোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগত যাত্রীদের  স্ক্রিনিং করার পাশাপাশি নেপাল সংলগ্ন বর্ডারের চেকপোস্ট ও রাজ্যগুলিতেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশ মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন উহান শহরে আটকে পড়া ভারতীয় বিশেষত পড়ুয়াদের দেশে ফেরানোর পদক্ষেপ নেওয়ার জন্য চীন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।

এদিকে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া বন্ধ করতে উহান সহ চিনের ১২ টি শস্য সিল করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত ২৭৪৪ টি নিশ্চিত রোগীর মধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। উহানে কার্যত গৃহবন্দি হয়ে পড়া ২৫০ থেকে ৩০০জন ছাত্রছাত্রীর সুস্থতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ক্যাবিনেট বৈঠকে।  বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চিনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো বিমান যাত্রীর অসুস্থতা সামাল দেওয়া এবং চিহ্নিত করার  জন্য সমস্ত বিমানবন্দরে নির্দেশিকা পাঠাবে বেসামরিক বিমান মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রক। এবিষয়ে চিনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত দেশের বেসামরিক বিমান বন্দরগুলিকে 'হেলথ কার্ড 'ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।

করোনা ভাইরাস নিয়ে প্রয়োজনীয় সতর্কতা বৃদ্ধি ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সোমবার নেপাল বর্ডার সংলগ্ন পাঁচটি রাজ্য বিহার, উত্তরাখণ্ড,সিকিম, মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য মন্ত্রক। কিছুদিন আগেই ভারতের ১৩৭ টি বিমানের ২৯,৭০৭ জন যাত্রীর স্ক্রিনিং করা হয়েছে। প্রসঙ্গত, করোনা ভাইরাসের উৎস, চিনের সামুদ্রিক খাবার এবং পশুর বাজারগুলি। আশঙ্কা করা হচ্ছে যে এই ভাইরাস মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে, এই নতুন করোনা ভাইরাসের  সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 3 =