ভারতীয় ‘কাফ সিরাপ’ খেয়ে শিশুমৃত্যু হয়নি, গাম্বিয়ার ঘটনায় ক্লিনচিট দিল DGCI

ভারতীয় ‘কাফ সিরাপ’ খেয়ে শিশুমৃত্যু হয়নি, গাম্বিয়ার ঘটনায় ক্লিনচিট দিল DGCI

29f9692bbf737c806da959686dd7bc3f

নয়াদিল্লি: গাম্বিয়ায় ৬৯ জন শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক বাড়তে শুরু করেছিল। দাবি করা হচ্ছে, ভারতের তৈরি কাশির ওষুধ খেয়েই তাদের মৃত্যু হয়েছে। কিন্তু সেই বিষয়ে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে ক্লিনচিট দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। স্পষ্ট জানান হয়েছে, ভারতের তৈরি ‘কাফ সিরাপ’ খেয়ে কারোর মৃত্যু হয়নি।

আরও পড়ুন- এফআইআর ছাড়াও শুভেন্দুকে গ্রেফতার করা যায়, উদাহরণ আমি নিজে! মন্তব্য কুণালের

গাম্বিয়ায় শিশু মৃত্যুর সঙ্গে ভারতের যোগ টেনেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু সেই বিষয় নিয়ে মন্তব্য করে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে ডিজিসিআই। তাঁদের বক্তব্য, কাফ সিরাপের নমুনা পরীরক্ষার রিপোর্টে ‘বিপজ্জনক’ কিছু মেলেনি। ‘হু’ যা বলছে তা সঠিক নয়। আসলে যে ‘কাফ সিরাপ’ খেয়ে শিশু মৃত্যু হয়েছে বলা হচ্ছিল তাতে অতিরিক্ত হারে থাইলিন গ্লাইকোল এবং ইথাইলিন গ্লাইকল পাওয়া গিয়েছে, যা কিডনিতে গুরুতর আঘাত হানে বলে জানিয়েছিল রাষ্ট্রসঙ্ঘের একটি সংস্থা। বিষয়টি খতিয়ে দেখার জন্য ডিজিসিএ-র তরফে একটি প্যানেল কমিটি গঠন করা হয় এবং ওই কাফ সিরাপের নমুনা চণ্ডীগড়ে রিজিওনাল্ড ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেই পরীক্ষায় এই সংস্থা ‘পাশ’ করেছে।

ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা, মেইডেন ফার্মাসিউটিক্যালে প্রস্তুত হয়েছিল সেই ‘কাফ সিরাপ’। ডিজিসিআই রিপোর্ট পাওয়ার পর জানিয়েছে, ওই ওষুধে নির্দেশিকা মেনেই সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে। কোনও ইথিলিন গ্লাইকোল বা ডাইথাইলিং গ্লাইকোল পাওয়া যায়নি। তাই স্পষ্ট বলা যায়, ওই ওষুধ খেয়ে কোনও শিশুর মৃত্যু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *