জলে ভেসে এল ২২ দিনের সদ্যোজাত, ‘গঙ্গার মেয়ে’র দায়িত্ব নিল যোগী প্রশাসন

জলে ভেসে এল ২২ দিনের সদ্যোজাত, ‘গঙ্গার মেয়ে’র দায়িত্ব নিল যোগী প্রশাসন

গাজিপুর: করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে উত্তরপ্রদেশে গঙ্গায় একাধিক লাশ ভাসতে দেখা গিয়েছে। সে নিয়ে আলাদা রকম চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু এবারের ঘটনা একদম অন্য। এবার গঙ্গায় ভাসতে দেখা গেল ২২ দিনের একরত্তিকে! কাঠের বাক্স করে ভেসে এল সে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দাদরি ঘাটে।

 

জানা গিয়েছে, হঠাৎ লক্ষ্য করা যায় যে, একটি কাঠের বাক্স ভেসে আসছে জলে। সেই বাক্সের ভিতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান এক মাঝি। সঙ্গে সঙ্গে সেই কাঠের বাক্স খুলে তিনি দেখেন যে ভিতরে রয়েছে একটি শিশু কন্যা, তাঁর সঙ্গে একাধিক দেবতাদের ছবি এবং কুষ্ঠি। সময় নষ্ট না করেই তিনি স্থানীয় পুলিশে খবর দেন। পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই মাঝির বক্তব্য, মা গঙ্গা তাঁকে এই শিশুটি উপহার হিসেবে দিয়েছেন, তাই তিনি একে মানুষ করতে চান নিজের মেয়ে হিসেবে। যদিও ওই একরত্তি কার কাছে থাকবে সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি পুলিশ। তবে শিশুটির পরিবারের খোঁজ শুরু হয়েছে। 

 

এই ঘটনার কথা জানতে পেরে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, এই শিশুটির বড় হওয়া পর্যন্ত সব রকমের দায়িত্ব নেবে রাজ্যের সরকার। একই সঙ্গে যে মাঝি তাঁকে খুঁজে পেয়েছেন পুরষ্কার স্বরূপ তাঁকে সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ এবং সুবিধা দেওয়া হবে বলে জানান হয়েছে। এদিকে, গঙ্গা থেকে যেহেতু শিশুটিকে উদ্ধার করা হয়েছে, তাই তাঁর নাম রাখা হয়েছে, গঙ্গা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =