লকডাউন দেশ, তাতে কী? রামলালার দরবারে জমায়েত যোগীর

নবরাত্রির প্রথম দিন অযোধ্যার একটি অস্থায়ী মন্দিরে স্থানান্তরিত করা হলো ভগবান শ্রী রামালালাকে।

মন্ত্রোচ্চারণ ও আরতির মধ্যে দিয়ে রূপোর তৈরি সাড়ে নয় কিলো ওজনের একটি সুন্দর সিংহাসনে প্রতিষ্ঠিত করা হয়েছে রামলালাকে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ট্রাস্টের সদস্য সহ মান্যগণ্যদের উপস্থিতিতে ন্যূন্যতম একমিটার দূরত্ব বজায় রাখার নিয়ম উপেক্ষা করেই অন্তত দেড়শো লোকের সমাগম হয় ওই অনুষ্ঠানে।

লখনউ: দেশের ভয়াবহ করোনা আবহের মধ্যেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার নবরাত্রির প্রথম দিন অযোধ্যার একটি অস্থায়ী মন্দিরে স্থানান্তরিত করা হলো ভগবান শ্রী রামালালাকে। নতুন মন্দির নির্মাণ না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন রামলালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত দেশজুড়ে লকডাউনের মধ্যেই আজ ভোর ৩টে নাগাদ অযোধ্যার রামজন্মভূমি কমপ্লেক্সের গর্ভগৃহে স্নান ও পূজা শেষে রামলালাকে অস্থায়ী মন্দিরে স্থানান্তরিত করা হয়। সতর্কতা হিসেবে আয়োজনে কাটছাঁট করা হলেও ট্রাস্ট ও অন্যান্য মান্যগণ্যদের উপস্থিতিতে ন্যূন্যতম একমিটার দূরত্ব বজায় রাখার নিয়ম উপেক্ষা করেই অন্তত দেড়শো লোকের সমাগম হয় ওই অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে সেখানে স্বভাবতই নজর কেড়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের  উপস্থিতি। কারণ দৃশ্যতই রামলালার স্থাপনায় যে আচার নিয়ম পালন করা হয়েছে সেখানে কোনো দূরত্ব বজায় রাখার ন্যূন্যতম বিষয়টিও চোখে পড়েনি।

এই পূজার্চনার ভিডিও প্রকাশ্যে আসতেই হাজারো প্রশ্ন উঠছে। সব রাজ্যেই যেখানে 'স্যোশাল ডিসট্যান্সিং' মেনে চলার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। যে কোন রকম সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং জামায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমনকি নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকান-বাজারে একসঙ্গে বেশি লোক থাকলেও জুটছে পুলিশের লাঠির বাড়ি, ধমক আরও নানান শাস্তি। সেখানে স্বয়ং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর এই জমায়েতে যোগদানের দৃশ্য নজরে আসতেই হতবাক হয়েছেন দেশের সাধারণ সচেতন নাগরিকেরা। জোর সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। 

মন্ত্রোচ্চারণ ও আরতির মধ্যে দিয়ে রূপোর তৈরি একটি সুন্দর সিংহাসনে প্রতিষ্ঠিত করা হয়েছে রামলালাকে।  সাড়ে নয় কিলো ওজনের এই রূপোর সিংহাসনটি তৈরি করেছেন জয়পুরের কারিগররা। রাজা বিমলেন্দ্র মোহন মিশ্র এই সিংহাসনটি অযোধ্যার ট্রাস্টের হাতে তুলে দিয়েছেন। সিংহাসনে সূর্য দেবতার ছবি এবং দুটি ময়ূর খোদাই করা আছে। এতদিন রামলালা মূল গর্ভগৃহের অস্থায়ী মণ্ডপে কাঠের সিংহাসনে বিরাজমান ছিলেন। 

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রামজন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস, ট্রাস্ট সদস্য রাজা বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র, সদস্য অনিল মিশ্র, ট্রাস্টের সাধারণ সম্পাদক চাম্মত রায়, দিগম্বর আখড়ে, মহন্ত সুরেশ দাস এবং অবনীশ আওস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 3 =