ত্রিপুরা: তাঁকে একাধিক বার বর্নময় চরিত্রে দেখা গিয়েছিল৷ কখনও মার্শালের গদা ছিনিয়ে পালিয়েছেন, কখন আবার দলবদল করে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন৷ ক্ষমতায় থাকতে চেয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল, তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন৷ বিজেপিতে গিয়ে হয়েছিলেন মন্ত্রী৷ কিন্তু, এবার দলবিরোধী কাজের জন্য মন্ত্রিত্ব খোয়ালেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ৷
শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণকে মন্ত্রিসভা থেকে অপসারণ করার হয়৷ সরকারি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ আর মন্ত্রী থাকছেন না৷ শুধু স্বাস্থ্য নয়, সুদীপের হাতে থাকা বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি থেকে পূর্ত দপ্তরের দায়িত্ব ছিনিয়ে নেওয়া হয়৷ সুদীপের ফেলে যাওয়া পদ দেখবেন মুখ্যমন্ত্রী বিপ্লব৷
প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রায়বর্মণের ছেলে সুদীপ বছর দুই আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন৷ কিন্তু, সেখানে সুফল না পেয়ে ৬ জন বিধায়ককে নিয়ে বিজেপিতে নাম লেখান৷ আইপিএফটির সঙ্গে বিজেপির জোট করানোর পিছনে সুদীপের বড় ভূমিকা ছিল৷ সম্প্রতি, বিজেপির সঙ্গে সম্পর্ক খারাপের দিকে এগোচ্ছিল৷ লোকসভায় বিজেপির হয়ে প্রচারও করেননি তিনি৷ এবার সরাসরি তাকে অপসারণ করলেন মুখ্যমন্ত্রী৷ এই ঘটনার পর ফের ত্রিপুরায় সরকার ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে৷ সুদীপ যদি তাঁর বিধায়ক দিয়ে সরকার ছেড়ে বেরিয়ে আসেন, তাহলে নতুন করে বিপাকে পড়বে ত্রিপুরার বিজেপি সরকার৷