শোচনীয় হার, ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: হার নিশ্চিত দেখে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রবাবু নায়েডু৷ মাত্র ২৫টি আসনে এগিয়ে থাকার খবর পেয়ে নিজের পদ থেকে ইস্তফা দিলেন তেলেগু দেশম পার্টির প্রধান৷ কম বেশি ১৫০টি আসনে পেয়ে অন্ধ্রপ্রদেশে সরকার গড়তে চলেছে YSR কংগ্রেস৷ অন্ধ্রপ্রদেশে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন নেওয়া হয়৷ লোকসভার ২৫টি ও বিধানসভার ১৭৫টি কেন্দ্র হয়

শোচনীয় হার, ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: হার নিশ্চিত দেখে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রবাবু নায়েডু৷ মাত্র ২৫টি আসনে এগিয়ে থাকার খবর পেয়ে নিজের পদ থেকে ইস্তফা দিলেন তেলেগু দেশম পার্টির প্রধান৷ কম বেশি ১৫০টি আসনে পেয়ে অন্ধ্রপ্রদেশে সরকার গড়তে চলেছে YSR কংগ্রেস৷

অন্ধ্রপ্রদেশে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন নেওয়া হয়৷ লোকসভার ২৫টি ও বিধানসভার ১৭৫টি কেন্দ্র হয় লড়াই৷ এবারের পরিস্থিতি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর কাছে ছিল চ্যালেঞ্জের৷ এবারের নির্বাচনে তাঁকে ওয়াইএসআর ও কংগ্রেসের বিরুদ্ধে একাই মুখোমুখি হতে হয়৷

বিজেপির সমর্থন তিনি পাননি৷ বরং দিল্লিতে সরকার গঠনের দিকে বেশি মোন দিয়েছিলেন৷ লড়াই দিয়েছেন অভিনেতা থেকে নেতা হওয়া পবন কল্যানের দল জনসেনার৷ জোটের রাস্তায় না হেঁটে তিনটি দলই আলাদা আলাদা লড়াই এবারের নির্বাচনে। ২০১৪ সালের প্রাপ্ত ভোটের হার বলছে টিডিপি আর বিরোধীদের মধ্যে শতাংশের নিরিখে খুব একটা তফাৎ নেই। শাসকদল পেয়েছিল ৪৭.৭ শতাংশ ভোট আর বিরোধীরা পেয়েছিল ৪৫.৪ শতাংশ ভোট।  মানে ২ শতাংশের মতো ভোট বেশি পেয়েছিল টিডিপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =