কলকাতা: সৌজন্যের রাজনীতি! এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, নিজেই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ৩০ মে মোদি সরকারের দ্বিতীয় শপথ-গ্রহণ অনুষ্ঠান৷ এই মর্মে সোমবার নবান্নে আমন্ত্রণ আসে৷ সেই আমন্ত্রণে সারা দিচ্ছেন তিনি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন আগামী ৩০ মে রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা ৭ টায়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে একথা জানিয়েছেন। সোমবার বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ‘বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন বা বিমস্টেকের অন্তর্গত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ বঙ্গোপসাগরের খাঁড়ির সঙ্গে যুক্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, নেপাল, ভুটানের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে আরও কিছু দেশের রাষ্ট্রপ্রধানদেরও শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, সূত্রের খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে আসতে পারবেন না৷ একই সঙ্গে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়৷