ভক্তদের মাথায় পুষ্পবৃষ্টির নির্দেশ মুখ্যমন্ত্রীর, বন্ধ মদ-মাংসের দোকান

লখনউ: হরিদ্বারে পূণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করার নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ হরিদ্বারে কাওয়ারযাত্রা নিয়ে বৈঠকের পর সরকারি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, পূণ্যার্থীদের মাথার উপর করা হবে পুষ্পবৃষ্টি৷ রাখা হবে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা৷ পুলিশ প্রশাসনকে বেঁধে দেওয়া হয়েছে সরকারি গাইডলাইন৷ হরিদ্বারে কাওয়ারযাত্রা চলবে ডিজে৷ বাধ্যতামূলক ভাবে বাজাতে হবে ভজন৷ ১৭ জুলাই থেকে শুরু

ab65fbf6ac02b2e54b84191efd98add1

ভক্তদের মাথায় পুষ্পবৃষ্টির নির্দেশ মুখ্যমন্ত্রীর, বন্ধ মদ-মাংসের দোকান

লখনউ: হরিদ্বারে পূণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করার নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ হরিদ্বারে কাওয়ারযাত্রা নিয়ে বৈঠকের পর সরকারি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, পূণ্যার্থীদের মাথার উপর করা হবে পুষ্পবৃষ্টি৷ রাখা হবে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা৷ পুলিশ প্রশাসনকে বেঁধে দেওয়া হয়েছে সরকারি গাইডলাইন৷

হরিদ্বারে কাওয়ারযাত্রা চলবে ডিজে৷ বাধ্যতামূলক ভাবে বাজাতে হবে ভজন৷ ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে কাঁওয়ারযাত্রা৷ শিবভক্তরা যাবেন হরিদ্বারে৷ গঙ্গা থেকে নেবেন জল৷ এলাকার সমস্ত শিবমন্দিরগুলি সংস্কার করারও নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে৷ মন্দিরে পর্যাপ্ত জল-আলোর ব্যবস্থা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ গোটা যাত্রাপথে মদ-মাংসের দোকান বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *