লখনউ: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় রাজ্যের ১২ শহিদ সিআরপিএফ জওয়ানের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। এ ছাড়া প্রত্যেক শহিদ পরিবারের ১ জন করে সদস্যকে চাকরি দেওয়া হবে বলে সরকার জানিয়েছে।
এ ছাড়া শহিদদের নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। বৃহস্পতিবার সন্ত্রাসবাদী হামলায় অবন্তীপুরায় ৪৯ জন জওয়ান শহিদ হয়েছেন। এর মধ্যে ১২ জন উত্তরপ্রদেশের। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ জওয়ানদের শেষকৃত্য সম্পন্ন হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার। এ ছাড়া শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ সুপাররা ছাড়াও রাজ্যের এক মন্ত্রী শেষকৃত্যে উপস্থিত থাকবেন।