বরেলি: দেশজুড়ে লকডাউনের মাঝে ভিন রাজ্যে আটকে পড়া হাজার হাজার অভিবাসী শ্রমিকরা যখন ঘরে ফেরার চেষ্টা করছে, তখন প্রকাশ্যে এল একটি ভিডিও৷ এই ভিডিওতে উত্তরপ্রদেশের মানবিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বৃষ্টির মতো শ্রমিকদের ওপর কীটনাশক ছড়ানো হচ্ছে৷ ভিডিওটি দেখে শিউরে উঠছেন অনেকে৷ শনিবার বিশেষ বাসে করে উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের হরিয়ানা, নয়ডা ও দিল্লি থেকে আনার ব্যবস্থা করা৷
পরিযায়ী যে শ্রমিকদের ওপর কীটনাশক ছড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে অনেক শিশু ও মহিলা রয়েছেন৷ উত্তর প্রদেশ সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে বিভিন্ন মহল৷ তবে উত্তরপ্রদেশের এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা আমানবিকত হতে চাই না৷ বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা এসেছেন৷ তাঁদের স্যানেটাইজ করা প্রয়োজন ছিল৷ আমরা কোনও রাসায়নিক দ্রব্য স্প্রে করিনি৷ ওই মিশ্রণে শুধু ক্লোরিন আর জল ছিল৷ আমরা শ্রমিকদের চোখ বন্ধ করে রাখতে বলেছিলাম৷’
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভঢড়া এই ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ টুইটারে তিনি স্বোচ্ছার হয়েছেন৷ তিনি জানিয়েছেন, ‘আমি উত্তরপ্রদেশ সরকারের কাছে আর্জি জানাচ্ছি , সকলেই একসঙ্গে করোনা মোকাবিলা করছি৷ এই সঙ্কট সকলের৷ দয়া করে এমন অমানবিক কাজ করবেন না৷ ওদের ওপর রাসায়নিক স্প্রে করবেন না৷ এটা ওদের স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে৷’