বদলে গেল বাইক চাপার নিয়ম, গুচ্ছ বিধি নিষেধ জারি করল কেন্দ্র

বদলে গেল বাইক চাপার নিয়ম, গুচ্ছ বিধি নিষেধ জারি করল কেন্দ্র

নয়াদিল্লি: বাইক চাপতে ভালোবাসেন? মন চাইলেই বেরিয়ে পড়েন বাইকে চেপে? তাহলে রাস্তায় বেরনোর আগে জেনে নিন এই সকল নিয়ম৷ কারণ বাইক সওয়ারীদের জন্য নয়া নিয়ম ও বিধিনিষেধ লাগু করল কেন্দ্রীয় সরকার৷ 

আরও পড়ুন- ‘ভারত বাঁচাতে দিদিকে নিয়ে দিল্লি চলো’, মমতার সমর্থনে এবার হোর্ডিংয় পড়ল কেরলে

সেন্ট্রাল মোটর ভেহিকেলসের নিয়মবিধি (১৯৮৯) সংশোধন  করে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মোটরবাইকের পিছনে বসা যাত্রীদের জন্য রাখতে হবে হাত ধরার জায়গা৷ মোটর বাইকের দু’পাশে কিংবা চালকের আসনের পিছনে হাত ধরার জায়গায় থাকতে হবে৷ বাইকে সওয়ার যাত্রীর নিরাত্তার কথা ভেবেই এই ‘হ্যান্ডহোল’ রাখার কথা বলা হয়েছে৷ এছাড়াও বাইকের দু’পাশে পাদানি থাকতে হবে৷ বাইকের পিছনে বসা যাত্রীর জামা-কাপড় যাতে পিছনের চাকায় কোনও ভাবে জড়িয়ে না যায়, তাই পিছনের চাকা অর্ধেকটা ঢাকা থাকতে হবে৷ 

আরও পড়ুন- শিশু আত্মহত্যায় শীর্ষে মধ্যপ্রদেশ! পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে

এছাড়াও কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, বাইকে অন্তত একটা লাগেজ বক্স রাখতে হবে৷ এর মাপও দিয়ে দেওয়া হয়েছে৷ এই বক্স সর্বাধিক ৫১০ মিলিমিটার চওড়া এবং ৫০০ মিলিমিটার লম্বা হবে৷ তবে এই লাগেজ বক্স যদি বাইকের পিছনে লাগানো থাকে, তাহলে বাইকের পিছনের আসনে কোনও যাত্রী বসতে পারবেন না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =