বর্ষা আসার সময় পরিবর্তন, বাংলায় এগিয়ে আসছে বর্ষার সময়

বর্ষা আসার সময় পরিবর্তন, বাংলায় এগিয়ে আসছে বর্ষার সময়

60e25b3846d8a11f2fceae0932ce9731

কলকাতা: বাংলায় বর্ষা আসার সময় বদল৷ জানাল মৌসম ভবন৷  ১৯৬১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে বর্ষা ঢোকার গড় সময়কে স্বাভাবিক সময় বদলে ২০২০ সাল থেকে নতুন সূচি প্রকাশ করেছে হাওয়া অফিস৷ ২০২০ সাল থেকে বর্ষার আসার নতুন গড় সময় প্রকাশ করেছে মৌসম ভবন৷

দিল্লির হওয়া অফিস জানিয়েছে, দেশে বৃষ্টি ঢোকার গড় সময়ের পরিবর্তন আসছে৷ কেরলে বর্ষ ঢোকার স্বাভাবিক সময় পয়লা জুন হিসাবে গড় সময় ধরা হয়েছে৷ দক্ষিণবঙ্গে বর্ষা আসার গড় তারিখ একদিন পিছিয়ে যাচ্ছে৷ দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক তারিখ ১০ জুন হলেও তা বদলে এবার বর্ষা ১১ জুনের পর ঢুকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসুম ভবনে তরফে৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে দু’দিন আগে বর্ষা ঢুকে যাবে৷ স্বাভাবিক ভাবে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৯ জুন৷ কিন্তু, তা বদলে এবার গড় সময় হিসাবে ধরা হয়েছে ৭ জুন৷ ৭ জুনের মধ্যেই উত্তর বঙ্গে বর্ষা ঢুকে যাবে বলে জানানো হচ্ছে৷ একইসঙ্গে উত্তর-পশ্চিম ভারতে আরও বেশি দিন বর্ষা অবস্থান করার পূর্বভাস মিলেছে৷

দিল্লির মৌসম ভবন সূত্রে খবর, এর আগে ১৯০১ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় বর্ষা ঢোকার গড় সময় হিসেবে চিহ্নিত করা হয়েছিল৷ পরে ১৯৬১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দ্বিতীয় ধাপে বর্ষার স্বভাবিক সময় বদল রকরে তৃতীয় পর্যায়ে ২০২০ সাল থেকে নতুন সময়সূচি পরিবর্তন করা হয়েছে  মৌসুম ভবনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *