Aajbikel

নিয়ন্ত্রণহীন ভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ল চন্দ্রযানের যন্ত্রাংশ! কোনও ক্ষতি হবে না তো?

 | 
চন্দ্রযান৩

নয়াদিল্লি: চন্দ্রযান-৩ এর সাফল্য গোটা বিশ্বের নজর কেড়েছে৷ সাফল্যের শিখড় ছুঁয়েছে ইসরো৷ এরই মধ্যে বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়, গত ১৪ জুলাই তৃতীয় চন্দ্রযানকে পৃথিবীর কক্ষপথে সফল ভাবে স্থাপন করা LVM3 M4 লঞ্চ ভেহিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজটি নিয়ন্ত্রণহীন ভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে। এর ফলে কি কোনও বিপদ ঘটতে চলেছে? যদিও বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই লঞ্চ ভেহিকেলটি খুব সম্ভবত উত্তর প্রশান্ত মহাসাগরের জলে আছড়ে পড়বে। ভারতের আশেপাশে বা কোনও ভূখণ্ডের উপর ভূপতিত হওয়ার সম্ভাবনা নেই।  

ইসরো জানিয়েছে, ভারতীয় সময় বুধবার দুপুর ২টো ৪২ মিনিট নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে LVM3 M4 লঞ্চ ভেহিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজটি। চন্দ্রযান ৩ উৎক্ষেপণের ১২৪ দিন পর এই যন্ত্রাংশটির পৃথিবীর বায়ুমণ্ডলে প্রত্যাবর্তন ঘটল৷ 

Around The Web

Trending News

You May like