তৃতীয় বার কক্ষপথ পরিবর্তন করতে চলছে চন্দ্রযান-২

নয়াদিল্লি: তৃতীয় বারের জন্য কক্ষপথ পরিবর্তন করতে চলেছে চন্দ্রযান-২৷ আর এই নিয়ে তৃতীয় বারের জন্য জ্বলে উঠবে চন্দ্রযানের নয়া ইঞ্জিন৷ আগামী সোমবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে চন্দ্রযান৷ হিসাব বলছে, আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখতে পারে ভারতের এই নয়া যান৷ গত ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণের পর দু’বার কক্ষপথ বদল করতে সক্ষম

তৃতীয় বার কক্ষপথ পরিবর্তন করতে চলছে চন্দ্রযান-২

নয়াদিল্লি: তৃতীয় বারের জন্য কক্ষপথ পরিবর্তন করতে চলেছে চন্দ্রযান-২৷ আর এই নিয়ে তৃতীয় বারের জন্য জ্বলে উঠবে চন্দ্রযানের নয়া ইঞ্জিন৷ আগামী সোমবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে চন্দ্রযান৷ হিসাব বলছে, আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখতে পারে ভারতের এই নয়া যান৷

গত ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণের পর দু’বার কক্ষপথ বদল করতে সক্ষম হয় চন্দ্রযান-২৷ গত বুধবার প্রথম আর্থ গ্রাউন্ড মেনুবারের মাধ্যমে কক্ষপথে প্রথম প্রবেশ করে চন্দ্রযান-২৷ এর জন্য ৮৮৩ সেকেন্ডের মধ্যে জ্বলে ওঠে চন্দ্রযান-২এর ইঞ্জিন৷

সোমবার তৃতীয়বারের জন্য ফের জ্বলে উঠবে চন্দ্রযান-২-এর ইঞ্জিন৷ ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে সাড়ে তিনটের মধ্যে হবে কক্ষপথের পরিবর্তন৷ পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে পা রাখার জন্য আরও একধাপ এগোবে চন্দ্রযান৷ এইভাবে আরও ১৩ বার জ্বলে উঠবে চন্দ্রযান-২-এর ইঞ্জিন৷ তার মধ্যে পৃথিবীর কক্ষপথে থাকাকালীন মোট ৪ বার জ্বলে উঠবে এই যানের ইঞ্জিন৷ পরিকল্পনা অনুযায়ী, ৬, ১১,  ১৬ ও ১৯ তম পরিক্রমায় ধাপে ধাপে অপসুর অবস্থানে দূরত্ব বেড়ে হবে ১ লক্ষ ৪৪ হাজার কিলোমিটার৷ নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর পর ইঞ্জিনের সাহায্যে লাফ দিয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে চন্দ্রযান-২৷ আগামী ১৪ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-২৷ ট্রান্স লুনারঅফবিট বার্নের মাধ্যমে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-২৷ ২৫ দিন পর প্রথম লুনারবার্নের মাধ্যমে চাঁদের কক্ষপথ স্থাপন করা হবে চন্দ্রযান-২৷ চাঁদের 100 কিলোমিটার দূরত্বে স্থাপন হবে চাঁদের মূল অরবিট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 8 =