অবতরণের আগেই চন্দ্রদর্শন করাল ইসরো, ছবিগুলি মুগ্ধ করবে

অবতরণের আগেই চন্দ্রদর্শন করাল ইসরো, ছবিগুলি মুগ্ধ করবে

chandrayaan 3

নয়াদিল্লি: সব ঠিক থাকলে বুধবার বিকেলে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করবে ভারতের চন্দ্রযান ৩। অবতরণ যাতে সফল হয় তার জন্য পুরোদমে তৈরি ইসরো। সতর্কতা অবলম্বন করে অবতরণ কয়েক দিন পিছিয়ে দেওয়াও হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে ল্যান্ডিংয়ের আগে চাঁদের কিছু ছবি পাঠিয়েছে চন্দ্রযান ৩, যার দর্শন করাল ইসরো। ছবিগুলি দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে। 

সোশ্যাল মাধ্যমে ইসরো চন্দ্রযানের থেকে তোলা চাঁদের কিছু ছবি, ভিডিও শেয়ার করেছে। জানানো হয়েছে, এই মুহূর্তে চন্দ্রপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার ওপরে আছে চন্দ্রযান ৩। সেখান থেকেই চাঁদের ছবি তুলেছে চন্দ্রযানের ‘ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা’। এই ছবিগুলি থেকে চাঁদের গায়ের বড় বড় গর্ত, দাগ দেখা গিয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশই মহাকাশযান পাঠাতে পারেনি। ফলে বুধবারের পরীক্ষায় ইসরো সফল হলে ইতিহাস তৈরি করবে ভারত।

যদিও ইসরোর আমদাবাদ শাখার ডিরেক্টর নীলেশ এম দেশাই জানিয়েছেন, ল্যান্ডার মডিউলে কোনও রকম সমস্যা দেখা দিলে অবতরণ পিছিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আগামী ২৭ তারিখ এর অবতরণ হতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা বুধবার অবতরণের জন্য নির্দিষ্ট সময়ের ঠিক দু’ঘণ্টা আগে নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 14 =