পিছোতে পারে চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং, ইঙ্গিত দিয়ে রাখল ISRO

পিছোতে পারে চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং, ইঙ্গিত দিয়ে রাখল ISRO

chandrayaan 3

নয়াদিল্লি: চন্দ্রযান ৩ নিয়ে আপামর দেশবাসীর আকাঙ্ক্ষার শেষ নেই। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের অপেক্ষায় সকলে। জানানো হয়েছিল, সব ঠিক থাকলে ২৩ আগস্ট ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ৩ ল্যান্ডার ‘বিক্রম’। এই অবতরণের ‘লাইভ টেলিকাস্ট’ করবে ইসরো এটাও জানা গিয়েছিল। কিন্তু আপাতত যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই অবতরণ পিছিয়ে যেতে পারে। এমনই আভাস মিলছে। 

এর আগে দু-বার ধাক্কা খেয়েছে ভারতের চাঁদ ছোঁয়ার স্বপ্ন। চন্দ্রযান ২ এর ল্যান্ডফল শেষ লগ্নে এসে সফল হয়নি। চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে অভিযান চালাতে গিয়ে একই পরিণতি হয়েছে রাশিয়ার চন্দ্রযান, ‘লুনা’-র। তাই এবার বিক্রমের ল্যান্ডিং নিয়ে তাড়াহুড়ো করতে চায় না ইসরো। সংস্থার আমদাবাদ শাখার ডিরেক্টর নীলেশ এম দেশাই জানিয়েছেন, ল্যান্ডার মডিউলে কোনও রকম সমস্যা দেখা দিলে অবতরণ পিছিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আগামী ২৭ তারিখ এর অবতরণ হতে পারে। অর্থাৎ ৪ দিন পিছিয়ে যেতে পারে চন্দ্রযান ৩-এর মুন-ল্যান্ডিং। কিন্তু আপাতত সব ঠিকই আছে বলে জানিয়েছে ইসরো। কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা বুধবার অবতরণের জন্য নির্দিষ্ট সময়ের ঠিক দু’ঘণ্টা আগে নেওয়া হবে। 

চাঁদের দক্ষিণ মেরু জয় রীতিমতো চ্যালেঞ্জের৷ কারণ ঘুটঘুটে অন্ধকারে ঢাকা দক্ষিণ মেরুতে প্রতিপদে রয়েছে প্রতিকূলতা৷ চাঁদের এই অংশে সূর্যের আলো পৌঁছয় না। এই অংশের তাপমাত্রা হিমাঙ্কের ২৩০ ডিগ্রি পর্যন্ত নীচে নেমে যায়। আপাদমস্তক বরফে ঢাকা। এত প্রবল ঠাণ্ডায় অনেক সময় বৈদ্যুতিন যন্ত্রপাতিও বিগড়ে যায়। তার উপর রয়েছে বিশাল বিশাল কিছু খাদ৷ কোনও কোনও খাদের গভীরতা আবার হাজার কিলোমিটারেরও বেশি। তাই সঠিক ল্যান্ডিং অবশ্যভাবে প্রয়োজন। নাহলে গতবারের মতো মস্ত বড় ভুল হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =