chandrayaan 3
নয়াদিল্লি: চাঁদে যাওয়ার আগেই সকলে জেনে গিয়েছিল চন্দ্রযান ৩-এর আয়ু ১৪-১৫ দিন। তারপর চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে তার ‘মৃত্যু’ ঘটবে। কিন্তু আবার কি সে জেগে উঠতে পারে? সেই প্রশ্ন এখনও সকলের মনে আছে। আর এই নিয়ে কিঞ্চিৎ ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ইসরো। জানানো হয়েছে, ল্যান্ডার বিক্রম কিংবা রোভার প্রজ্ঞান আদতে পরে জেগে উঠবে কিনা, তা জানা যাবে আরও ১৪ দিন পর।
এই মুহূর্তে চন্দ্রযান ৩-র ল্যান্ডার, রোভার এবং পেলোডগুলিকে ‘স্লিপ মোডে’ পাঠিয়ে দিয়েছে ইসরো। কারণ চাঁদে রাত নেমেছে। ডুবে গিয়েছে সূর্য। এই সময়ে সেখানকার তাপমাত্রা কখনও কখনও হিমাঙ্কের ২৫০ ডিগ্রি সেলসিয়াস নীচেও নেমে যায়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন এত কনকনে ঠান্ডায় চন্দ্রযান ৩ ঠিক থাকবে কিনা। ভারতের মহাকাশ সংস্থা জানিয়েছে, ল্যান্ডারের রিসিভার বা তথ্য সংগ্রহকারী যন্ত্র চালু রাখা হয়েছে। চাঁদে আবার সূর্য উঠলে বোঝা যাবে সে কাজ করছে কিনা। ইসরো অবশ্য আশাবাদী যে, চন্দ্রযান ৩ আবার ‘জেগে’ উঠবে। আগামী ২২ সেপ্টেম্বর নাগাদ আবার চাঁদে সকাল হতে পারে। তখনই সবটা স্পষ্ট হবে।
গত সোমবার ভারতীয় সময় অনুযায়ী সকাল ৮টা নাগাদ ‘স্লিপ মোড’-এ চলে গিয়েছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। তার আগেই অবশ্য ‘ঘুম পাড়ানো’ হয়েছিল রোভার প্রজ্ঞানকে। প্রসঙ্গত, ভারত বিশ্বের প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশ যান অবতরণ করাতে পেরেছে। সেই সঙ্গে চতুর্থ দেশ যারা চাঁদে অবতরণ করতে পেরেছে। গত ২৩ আগস্ট এই ইতিহাস সৃষ্টি করেছে ইসরো।