Aajbikel

শেষ কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩, লক্ষ্মীবারেই শুরু হবে চাঁদের বুকে নামার প্রক্রিয়া

 | 
চন্দ্রযান

নয়াদিল্লি:  চাঁদের আরও কাছে ভারতের তৃতীয় চন্দ্রযান৷ দক্ষিণ মেরু জয়ের আগে শেষ কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-৩। পরিকল্পনা মতোই বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ পঞ্চম তথা শেষ কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান। ইসরোর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারই চন্দ্রযানের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ল্যান্ডার বিক্রম। এর পরেই শুর হবে চন্দ্রযানের চাঁদের বুকে নামার প্রক্রিয়া৷ 

বুধবার ইসরোর তরফে একটি টুইট করে জানানো হয়, খুব অল্প সময়ের মধ্যেই ১৫৩ কিমি X ১৬৩ কিমি কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ করা হয় ভারতীয় মহাকাশযানের। পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে তার চারপাশে ঘুরপাক খেতে খেতে উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের কক্ষপথ ধরে চন্দ্রযান-৩৷ সেখানেও পাঁচ বার কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে তার।

চাঁদে মানুষহীন মহাকাশযান পাঠানোর ক্ষেত্রে এটি ইসরোর তৃতীয় অভিযান৷ এর আগে দু’বারই ব্যর্থ হতে হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে। আগামী ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে রোভার প্রজ্ঞানকে পেটের ভিতরে নিয়ে পাখির পালকের মতো ভাসতে ভাসতে চাঁদের পিঠে ল্যান্ড করবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসেই ব্যর্থ হতে হয়েছিল ‘চন্দ্রযান-২’। এই অভিযান সফল হলে, তা ভারতের মহাকাশ গবেষণার দুনিয়ায় নতুন মাত্রা যোগ করবে। সেই সঙ্গে আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে চাঁদে অবতরণ করানোর ক্ষেত্রে উঠে আসবে ভারতের নাম। সেই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম বার পা রাখবে কোনও দেশ। এতদিন চাঁদের উত্তর গোলার্ধে অভিযান সফল হলেও দক্ষিণ অংশ এখনও অনাবিষ্কৃত।

Around The Web

Trending News

You May like