Aajbikel

চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর পাশে ওটা কীসের ছায়া? জানাল ইসরো

 | 
রোভার

 কলকাতা: ২৩ অগাস্ট, বুধবার৷ ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করে ইসরোর তৈরি চন্দ্রযান-৩। প্রথমে পাখির পালকের মতো সফট ল্যান্ড করে ‘বিক্রম’৷ তারপর পেটের ভিতর থেকে বেরিয়ে আসে রোভার ‘প্রজ্ঞান’৷ সেই সঙ্গে চাঁদের পিঠে খোদাই হয়ে যায় ইসরোর লোগো ও অশোক স্তম্ভের প্রতীক। চাঁদের পৃষ্ঠে পথ চলা শুরু করতেই ছাপ পড়েছে অশোক স্তম্ভের। চাঁদের দক্ষিণ মেরুতে এখন দিন৷ ফলে হালকা আলো রয়েছে৷ সেই সৌরশক্তিকে কাজে লাগিয়েই আগামী ১৪ দিন চাঁদের বুকে চলবে প্রজ্ঞানের অনুসন্ধান৷ 


সেই সঙ্গে চাঁদ থেকে ছবিও পাঠাচ্ছে বিক্রম৷ সম্প্রতি নতুন একটি ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর এক্স হ্যান্ডেলে শেয়ার করা সেই  ছবিতে দেখা গিয়েছে, চাঁদের পিঠে কালো রঙের একটা ছায়া। ওই ছায়া কীসের? 


ইসরোর তরফে জানানো হয়েছে, ওই ছায়াটি আসলে ল্যান্ডারের পায়ের৷ চন্দ্রযান-৩ এর অবতরণ অঞ্চলের একটি অংশে ওই ছায়া পড়েছে। 'বিক্রম'-এর একটি পায়ের ছায়াই ধরা পড়েছে ছবিতে৷ চন্দ্রপৃষ্ঠে অপেক্ষাকৃত সমতল অঞ্চল বেছে নিয়ে ল্যান্ড করেছে চন্দ্রযান-৩।


ইতিমধ্যে চাঁদের পিঠে হাঁটাচলা শুরু করে দিয়েছে প্রজ্ঞান৷ বৃহস্পতিবার সকালে সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে ওইটুকুই। 'প্রজ্ঞান' কী দেখছে, কী জানছে, কী পাচ্ছে তা বিশদ জানতে 'more updates soon' বলে একটা উত্তেজনার আবহ তৈরি করে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা৷ 
 

Around The Web

Trending News

You May like