নয়াদিল্লি : রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে দিল্লিতে অনশনে বসলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেছেন, কেন্দ্র বিশেষ মর্যাদা না দিলে কী করে তা আদায় করতে হয় তা অন্ধ্রবাসী জানেন। এটা এখন তাঁদের আত্মমর্যাদার প্রশ্ন। তিনি ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে বলেছেন প্রধানমন্ত্রীকে। অনশন মঞ্চে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। যান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তৃণমূলের ডেরেক ওব্রায়েন জানিয়েছেন, এই অনশনে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে ওই অনশনে যাচ্ছেন। অরবিন্দ কেজরিওয়াল এবং ফারুক আবদুল্লাও গিয়েছেন সেখানে। সোমবার সকালে অন্ধ্রভবনে দিনভর অনশন শুরু করেছেন চন্দ্রবাবু। তার আগে তিনি রাজঘাটে গান্ধির সমাধিতেও যান। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ন্যায়বিচারের দাবিতে তাঁর এই ধর্ম পোরাতা দীক্ষায় অংশ নিচ্ছেন তেলুগু দেশমের সাংসদ, বিধায়ক, নেতা-মন্ত্রীও। মঙ্গলবার রামনাথ কোবিন্দের কাছে একটি স্মারকলিপিও জমা দেবেন তাঁরা। ২০১৩ এবং গতবছরও চন্দ্রবাবু দিল্লিতে অনশনে বসেছিলেন।
চন্দ্রবাবুর অনশনে যোগ রাহুলের,সমর্থন মমতারও
নয়াদিল্লি : রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে দিল্লিতে অনশনে বসলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেছেন, কেন্দ্র বিশেষ মর্যাদা না দিলে কী করে তা আদায় করতে হয় তা অন্ধ্রবাসী জানেন। এটা এখন তাঁদের আত্মমর্যাদার প্রশ্ন। তিনি ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে বলেছেন প্রধানমন্ত্রীকে। অনশন মঞ্চে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। যান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।