নয়াদিল্লি : শেষ পর্যায়ের ভোটের আগেই পুরোদমে শুরু হয়ে গেল জোট গঠনের তৎপরতা। এবার আসরে তেলুগু দেশমের চন্দ্রবাবু নাইডু। শনিবার তিনি দিল্লিতে কথা বলবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে। তারপর লখনউয়ে গিয়ে মায়াবতী ও অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন৷
এছাড়াও, এনসিপি নেতা শরদ পাওয়ার, সিপিআইয়ের সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডি, লোকতান্ত্রিক জনতা দলের শরদ যাদবের সঙ্গেও দেখা করবেন তিনি। শুক্রবার তিনি দেখা করেছেন নির্বাচন কমিশনারের সঙ্গে। কমিশনের তীব্র সমালোচনা করে চন্দ্রবাবু বলেন, তারা নিরপেক্ষতা হারিয়েছে। গত ২৫ বছরের নির্বাচন কমিশনের এমন মনোভাব দেখে যায়নি। সেইসহ্গে তিনি জানিয়ে দেন, বিজেপিকে হটাতে তিনি তাঁর প্রধান প্রতিপক্ষ চন্দ্রশেখর রাও কিংবা জগন্মোহন রেড্ডির সঙ্গেও হাত মেলাতে তৈরি।