বিজেপিতে নাম লেখালেন চন্দ্রবাবু নাইডুর মুখপাত্র

অন্ধ্রপ্রদেশ: দল ছাড়লেন চন্দ্রবাবু নাইডু তথা তেলুগু দেশমের মুখপাত্র লঙ্কা দিনকর৷ যোগ দিলেন বিজেপিতে৷ বিজেপি যোগ দিয়ে তিনি জানিয়েছেন, পরিবারের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েই তাঁর এই দলবদল৷ এর আগে ৪ জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে দেন৷ অন্ধ্রপ্রদেশ বিধানসভার নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে মাত্রই ২৩টি আসন৷ ১৭৫ আসনের মধ্যে ১৫১টি জিতে সরকার গড়েছে ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি৷

বিজেপিতে নাম লেখালেন চন্দ্রবাবু নাইডুর মুখপাত্র

অন্ধ্রপ্রদেশ:  দল ছাড়লেন চন্দ্রবাবু নাইডু তথা তেলুগু দেশমের মুখপাত্র লঙ্কা দিনকর৷ যোগ দিলেন বিজেপিতে৷ বিজেপি যোগ দিয়ে তিনি জানিয়েছেন, পরিবারের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েই তাঁর এই দলবদল৷ এর আগে ৪ জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে দেন৷

অন্ধ্রপ্রদেশ বিধানসভার নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে মাত্রই ২৩টি আসন৷ ১৭৫ আসনের মধ্যে ১৫১টি জিতে সরকার গড়েছে ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি৷ লোকসভায় তেলুগু দেশম জিতেছে মাত্র ৩ টি আসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 6 =