পুত্রসহ গ্রেফতার এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বড় অভিযোগ

পুত্রসহ গ্রেফতার এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বড় অভিযোগ

chandrababu naidu

অমরাবতী: পশ্চিমবঙ্গে নিয়োগ সহ একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দলের একাধিকজন। অনেকে গ্রেফতারও হয়েছেন। এবার অন্য এক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন। স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নায়ডু। তাঁর পুত্রকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছে। 

চন্দ্রবাবুর দল টিডিপি সূত্রে জানা গিয়েছে, দলীয় কর্মসূচি উপলক্ষে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন তিনি। এক জনসভায় ভাষণ দেওয়ার পর এক স্থানে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময়েই নান্দিয়াল পুলিশ ও সিআইডি তাঁকে গ্রেফতার করে। শুধু তাই নয়, পূর্ব গোদাবরী জেলায় তাঁর ছেলে নারা লোকেশকেও আটক করা হয়েছে বলে খবর। শনিবারই তাঁদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে এই দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এতদিন পরে এই গ্রেফতারি কেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। 

তবে পুলিশ এবং সিআইডির দাবি তাঁদের যৌথ তদন্তে চন্দ্রবাবুর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ আছে। সেই প্রেক্ষিতেই তারা এই গ্রেফতারির সিদ্ধান্ত নেন। অন্যদিকে চন্দ্রবাবু নিজেও তদন্ত সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, গত শুক্রবারই অন্ধ্রপ্রদেশের সমাজ কল্যান মন্ত্রী তাঁর গ্রেফতারির দাবি তুলেছিলেন দুর্নীতি ইস্যুতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =