তদন্ত হবে! শচিনদের ‘প্যান্ডোরা পেপারস’ নিয়ে জানাল কেন্দ্র

তদন্ত হবে! শচিনদের ‘প্যান্ডোরা পেপারস’ নিয়ে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: আর্থিক কেলেঙ্কারি মামলায় ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার, ‘মাস্টার ব্লাস্টার’ শচিন তেণ্ডুলকরের নাম জড়িয়েছে। কর ফাঁকির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ‘প্যান্ডোরা পেপারস’ নিয়ে এখন শোরগোল সব জায়গায়। কারণ এই রিপোর্টেই প্রকাশ করা হয়েছে তাঁদের নাম যারা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। দেশ-বিদেশের সাংবাদিকদের করা এই রিপোর্ট ঘিরে এখন বিরাট চর্চা। শচিনদের জন্য চিন্তা আরও বাড়ল কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে যে, এই মামলায় তদন্ত হবে। 

কেন্দ্রের প্রত্যক্ষ কর দফতর সিবিডিটি-এর তরফে জানান হয়েছে, এই মামলায় তদন্ত করার জন্য যে তদন্ত কমিটি তৈরি হবে তাতে থাকবেন প্রত্যক্ষ কর দফতরের চেয়ারম্যান-সহ দফতরের কয়েক জন প্রতিনিধি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং অর্থবিষয়ক গোয়েন্দা সংস্থার কয়েকজন আধিকারিক। আসলে, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) জানিয়েছে যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিত্বদের গোপন সম্পদ ও লেনদেন ফাঁস করেছে এই ‘প্যান্ডোরা পেপারস’। সেখানে ভারতের শচিন ছাড়াও রয়েছেন অনিল আম্বানি, জ্যাকি শ্রফ থেকে শুরু করে ভারতের বেশ কয়েকজন রাজনীতিবিদ। এছাড়াও বর্তমান ৩৫ জন রাজনৈতিক নেতা ছাড়াও নাম রয়েছে প্রায় ৩৩০ জনের! রয়েছে জর্ডনের রাজা, চেক প্রজতন্ত্রের প্রধানমন্ত্রীর নাম, রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ মহলের মন্ত্রীদের নামও। রাজনৈতিক নেতার পাশাপাশি সিনেমা জগত, খেলাধুলা, ব্যবসায়ী, সকলের নাম উঠে এসেছে এই রিপোর্টে। বিদেশের ‘বিবিসি’ও ‘দ্য গার্ডিয়ান’-এর সঙ্গে ভারতের ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ‘আইসিআইজে’র সঙ্গে হাত মিলিয়ে এই রিপোর্ট পেশ করেছে। মোট ৬০০ সাংবাদিক এই ইস্যুতে কাজ করেছেন এবং প্রায় ১১.৯ মিলিয়ন গোপন নথিপত্র ফাঁস হয়েছে বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের। 

এদিকে, শচিনের আইনজীবী জানাচ্ছেন, তাঁর মক্কেলের যাবতীয় বৈদেশিক লেনদেন সম্পূর্ণ বৈধ এবং তার সবকিছুর হিসেব রয়েছে। এছাড়া দেশের বাইরে শচিনের বিনিয়োগের যাবতীয় হিসাবও আয়কর দফতরের কাছে রয়েছে বলেই দাবি করেছেন তিনি। উল্লেখ্য, কয়েক বছর আগে ঠিক এভাবেই ‘পানামা পেপারস’ শোরগোল ফেলে দিয়েছিল। সেই রিপোর্টেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বড় বড় ব্যক্তিত্বদের কর ফাঁকির তথ্য প্রকাশ্যে এসেছিল। সেই সময় এতে নাম জড়িয়েছিল বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *