‘ভারত জোড়ো’ যাত্রা বন্ধ করার অনুরোধ কেন্দ্রের, ‘কারসাজি’ দেখছে কংগ্রেস

‘ভারত জোড়ো’ যাত্রা বন্ধ করার অনুরোধ কেন্দ্রের, ‘কারসাজি’ দেখছে কংগ্রেস

নয়াদিল্লি: ১০০ দিনের ওপর হয়ে গিয়েছে কংগ্রেস দেশজুড়ে ‘ভারত জোড়ো’ যাত্রা করছে। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন সাংসদ রাহুল গান্ধী। এতদিনে বেশ কয়েক জন গণ্যমান্য ব্যক্তিত্ব রাহুল গান্ধীর এই যাত্রার সঙ্গীও হয়েছেন। কিন্তু এবার আচমকা কংগ্রেসকে এই যাত্রা বন্ধ করার অনুরোধ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এমন আর্জি জানিয়েছেন। যদিও তাঁর আর্জির কারণ স্পষ্ট, তাও এতে ‘কারসাজি’ দেখছে হাত শিবির।

আরও পড়ুন- লালন মৃত্যুর তদন্তে সিআইডি, ভরসা রাখল হাইকোর্ট

চিনের আবার বাড়বাড়ন্ত হয়েছে করোনার। আগামী কয়েক মাসে তা ফের আগের মতো পর্যায়ে চলে যেতে পারে বলেও অভিমত অনেকের। তাই ভারতও আগে থেকে সতর্ক হওয়ার চেষ্টা করছে। এই নিয়ে দেশবাসীকে বার্তাও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। আর সেই প্রেক্ষিতেই রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো’ যাত্রা বাতিল করতে অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আশঙ্কা, চিনের কোভিডের প্রভাব ভারতেও পড়তে পারে। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না তাঁরা। কেন্দ্রের বক্তব্য, দেশে ফের যাতে করোনা মহামারীর রূপ না নেয়, তাই জাতীয় স্বার্থে কংগ্রেসের উচিত এই কর্মসূচি বাতিল করা।

কংগ্রেস এই আর্জি মানবে কিনা সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ ইতিমধ্যে তাঁরা প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে, এর নেপথ্যে রাজনীতি আছে। কংগ্রেসকে এমনি আটকানো যাচ্ছে না তাই করোনার দোহাই দিচ্ছে সরকার, দাবি এমনই। তবে সরকার কিছু এরই মধ্যেই সমস্ত রাজ্যকে করোনার জিনোম সিক্যুয়েন্সিং পরীক্ষা বাড়ানোর কথা বলেছে। স্বাস্থ্যসচিবের দেওয়া চিঠিতে লেখা হয়েছে, করোনার কোনও নতুন প্রজাতি এসেছে কিনা, তা খুঁজে বার করতে হবে৷ করোনা কোন পথে নিজের রূপ বদলাচ্ছে, সেই বিষয়ে নজর রাখতে চাইছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 1 =