Aajbikel

নয়া সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করতে ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র

 | 
সংসদ

নয়াদিল্লি:  এবার বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। বড় ঘোষণা কেন্দ্রের৷ দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই ৭৫ টাকার কয়েন প্রকাশ করা হবে বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে খবর। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষেই এই কয়েন আনা হচ্ছে বলে খবর। বৃহস্পতিবার এই মর্মে কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে।’

অর্থ মন্ত্রক সূত্রে খবর, কয়েনের এক পিঠে থাকবে অশোক স্তম্ভ৷ তার নীচে লেখা থাকবে “সত্যমেব জয়তে”। কয়েনের বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া। কয়েনের উপর লেখা থাকবে মুদ্রার অঙ্ক, অর্থাৎ ৭৫ টাকা৷ 


এই কয়েনের অপর পৃষ্ঠে আঁকা থাকবে সংসদ ভবনের ছবি। তার নীচে দেবনগরী হরফে লেখা থাকবে “সংসদ সংকুল” এবং ইংরেজি হরফে লেখা থাকবে “পার্লামেন্ট কমপ্লেক্স”। ৪৪ মিলিমিটার ব্যাসার্ধের গোলাকার এই কয়েনের ধারে মোট ২০০০টি দাগ থাকবে। কয়েনটির ওজন হবে ৩৫ গ্রাম৷ চারটি ধাতুর সংমিশ্রণে তৈরি করা হবে এই বিশেষ কয়েন। এতে থাকবে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক৷ উল্লেখ্য, আগামী রবিবার অর্থাৎ ২৮ মে নতুন সংসদ ভবন বা পার্লেমেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 


 

Around The Web

Trending News

You May like