জম্মু ও কাশ্মীর থেকে আফস্পা প্রত্যাহারের পরিকল্পনা করছে কেন্দ্র, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

জম্মু ও কাশ্মীর থেকে আফস্পা প্রত্যাহারের পরিকল্পনা করছে কেন্দ্র, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে জম্মু ও কাশ্মীর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহার করা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘‘উপত্যকা থেকে আফস্পা প্রত্যহারের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷’’

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘‘জম্মু এবং কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। আগে জম্মু ও কাশ্মীরে কেউ পুলিশের উপর আস্থা রাখত না। কিন্তু সময় পাল্টাতে শুরু করেছে। এখন পুলিশ বাহিনী বহু অভিযানে নেতৃত্ব দিচ্ছে।’’ প্রসঙ্গত, জঙ্গি মোকাবিলায় সেনাবাহিনীর হাতে বাড়তি ক্ষমতা তুলে দিতে ১৯৫৮ সালে আফস্পা আইন জারি করেছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীরের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যেও আফস্পা বলবৎ করা হয়েছিল৷  স্বরাষ্ট্রমন্ত্রী এদিন জানান, ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের ৭০ শতাংশ এলাকা থেকে আফস্পা বা  আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট তুলে নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রেও একই পদক্ষেপ করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *