Aajbikel

অত্যাধুনিক হবে ১২০০-র বেশি রেল স্টেশন, খাবারের দোকান হবে প্রায় ১০ হাজার

 | 
ট্রেন স্টেশন

নয়াদিল্লি: ভারতীয় রেলকে আরও বেশি উন্নত এবং অত্যাধুনিক করে তুলতে বড়সড় উদ্যোগ দিল কেন্দ্রীয় সরকার। 'অমৃত ভারত স্টেশন স্কিম' চালু করতে চলেছে কেন্দ্র আর তার আওতায় আনা হবে মোট ১ হাজার ২৭৫টি স্টেশনকে। যাত্রী সাচ্ছন্দের কথা মাথায় রেখে এই স্টেশনগুলির ভোলবদল করা হবে এবং আরও বেশি উন্নত মানের তৈরি করা হবে বলে নিশ্চিত করেছে রেল মন্ত্রক। সম্প্রতি এই স্কিম নিয়ে আলোচনা সেরেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকে ছিলেন রেলমন্ত্রকের আধিকারিকরা এবং বেশ কয়েকজন সাংসদও। 

ভোলবদলের মধ্যে রেল সবথেকে বেশি গুরুত্ব দিতে চাইছে খাবারের ওপর। প্রতিদিন গড়ে ১.৮ কোটি মানুষ ভারতীয় রেলে যাতায়াত করেন। বিভিন্ন ধরনের এবং ধর্মের মানুষ আছেন এই তালিকায়। তাদের প্রত্যেকের জন্যই যাতে নির্দিষ্ট খাবারের ব্যবস্থা থাকে সেটাই এই প্রকল্পের মাধ্যমে করতে চলেছে রেল। জানান হয়েছে, স্টেশনগুলিতে বিশেষ খাবারের দোকান তৈরি করবে রেল মন্ত্রক। দেশের সব স্টেশন মিলিয়ে ৯ হাজার ৩৪২টি ছোট খাবারের দোকান ও ৫৮২টি বড় খাবারের দোকান তৈরি হবে। 

রেল জানিয়েছে, সবধরনের যাত্রীদের জন্যই উপযুক্ত খাবারের ব্যবস্থা করা থাকবে এই সব দোকানে। তাছাড়া স্টেশনে থাকবে ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম। খাবার কিনে নগদ ছাড়াও অনলাইন পেমেন্ট করা যাবে। দোকানগুলিতে কী ধরনের খাবার পাওয়া যাবে, সেই মেনু ঠিক করবে আইআরসিটিসি। 

Around The Web

Trending News

You May like