আধাসামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষ, যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র

আধাসামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষ, যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র

নয়াদিল্লি: আসন্ন নিয়োগ পরীক্ষায় প্যারামিলিটারি বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করল কেন্দ্র৷ এই বিষয়ে সমস্ত প্যারামিলিটারি বাহিনীর কাছে মতামত জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের এক বর্ষীয়ান কর্মকর্তা বলেন, ‘‘এই বিষয়টি দীর্ঘদিন ধরেই অনিশ্চতয়তার মধ্যে রয়েছে৷ তবে আমরা সিএপিএফ এর কাছে এই বিষয়ে জানতে চেয়েছি৷’’ জানা গিয়েছে, সিএপিএফ (অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট) ২০২০ পরীক্ষায় পুরুষ ও মহিলাদের পাশাপাশি রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসাবে অন্তর্ভুক্ত করা যায় কিনা, চিঠি পাঠিয়ে সে বিষয়ে জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ 

স্বরাষ্ট্র মন্ত্রকের ওই কর্মকর্তা আরও বলেন, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বশস্ত্র পুলিশ বাহিনীগুলি (CAPFs) -র কাছে পরামর্শ ও মতামত চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ে গঠিত কমিশনের তরফে তৃতীয় লিঙ্গের মানুষদের অফিসার স্তরে নিয়োগের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা নিয়েও পর্যালোচনা করছে মন্ত্রক৷  সিআরপিএফ (CRPF), আইটিবিপি (ITBP), এসএসবি (SSB) ও সিআইএসএফ (CISF) -এর কর্তৃপক্ষের কাছেও তৃতীয় লিঙ্গের মানুষদের অ্যাসিসটেন্ট কমান্ডান্ট পদে নিয়োগের বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ শারীরিক দিক ছাড়াও, সামাজিক গ্রহণযোগ্যতা, মনস্তাত্ত্বিক এবং আচরণগত বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে৷ 

গেজেটেড অফিসাররা (জিও) অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে এই বাহিনীতে যোগদান করেন৷ এই পদের জন্য প্রবেশিকা পরীক্ষা নেয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন৷ চলতি বছরের গোড়ার দিকে সংসদে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পেশ করা তথ্য অনুযায়ী, প্যারামিলিটারি বাহিনীতে ২,৬৯৫টি গ্যাজেটেড অফিসারের পদ ফাঁকা পড়ে আছে৷ 

এর আগে বাহিনীতে মহিলা অফিসার নিয়োগের জন্য স্থায়ী কমিশন গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ এই নির্দেশের চার মাস পর এই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র৷ জাতীয় মানবাধিকার কমিশনের সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের ৯২ শতাংশ তৃতীয় লিঙ্গের মানুষই যে কোনও ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত রয়েছেন৷ ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী, ভারতে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ৪,৯০,০০০৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =