নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জানার অধিকার নেই জনতার! বলল কেন্দ্র

নয়াদিল্লি: নির্বাচনী বন্ডের টাকা কোথা থেকে আসছে? এই প্রশ্ন অনেকবার, অনেক ক্ষেত্রে উঠেছে। আম জনতার মধ্যে যে এই তথ্য জানার কৌতূহল নেই, তা নয়। তবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলার শুনানির আবহে কেন্দ্র যে ব্যাখ্যা দিল তাতে সন্তুষ্ট তো কেউ হবেই না, উলটে সন্দেহ বাড়বে! কারণ তারা স্পষ্ট জানিয়েছে, এই সংক্রান্ত তথ্য জানার অধিকার আম নাগরিকের নেই। সংবিধান এই অধিকার আম জনতাকে দেয়নি বলেই দাবি কেন্দ্রের।
২০২১ সালে পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচেনর আগে নির্বাচনী বন্ডের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে। দাবি করা হয়েছিল, অবৈধভাবে এবং বিদেশ থেকে এই বন্ডের মাধ্যমে টাকা পেতে পারে রাজনৈতিক দলগুলি এবং তার জন্য গণতন্ত্র ধ্বংস হতে পারে। এর আগে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই মামলায় পর্যবেক্ষণ দিয়েছিল, বৃহত্তর বেঞ্চেরই এই নিয়ে চূড়ান্ত রায় দেওয়া উচিত। এই প্রেক্ষিতে ৩১ অক্টোবর থেকে শুরু হবে এই মামলার শুনানি। তবে তার আগেই কেন্দ্রের তরফে নির্বাচনী বন্ড নিয়ে এমন দাবি করা হয়েছে।
২০১৮ সালে নির্বাচনী বন্ডের বিষয়টি চালু হওয়ার পর বন্ড বিক্রির ওপর স্থগিতাদেশ জারি করতে চায়নি সর্বোচ্চ আদালত। অন্যদিকে নির্বাচন কমিশনও দাবি করেছিল যে, বন্ডে কোনও অস্বচ্ছতা নেই। পাশাপাশি বলা হয়েছিল, রাজনৈতিক দলগুলির হাতে নগদের অভাব থাকায় নির্বাচনী বন্ড বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।