নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে চার নম্বর বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে আজ পেপারলেস বাজেট পেশ করছেন তিনি। এদিন বাজেট বক্তব্যের শুরুতেই তিনি তাদের কষ্টের কথা বলেন যারা করোনা পরিস্থিতির জন্য সমস্যার মধ্যে পড়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, অ্যানিমেশন ক্ষেত্রের জন্য টাস্ক ফোর্স গঠন করা হবে, যা কর্মসংস্থানে সাহায্য করবে।
আরও পড়ুন- বাজেট পেশের আগে সাবধানী নির্মলা, বড় চ্যালেঞ্জের সামনে
বাজেট ভাষণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, একাধিক শহরের বিভিন্ন এলাকায় ব্যাটারি সোয়াইপ পলিসি চালু করা হবে। যা বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশনের সমস্যা সুরাহা করবে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে অ্যানিমেশন ক্ষেত্রের জন্য টাস্ক ফোর্স গঠন করা হবে বলেও তিনি জানান। বাজেট পেশ করে তিনি আরও বলেন, ২০২২-২৩ সালে ৫ জি পরিষেবার স্পেকট্রাম বণ্টনের দেশের সর্বত্র ব্রন্ডব্র্যান্ড পরিষেবায় জোর দেওয়া হবে। সেই সঙ্গে দেশের সব গ্রামে অপটিকাল ফাইবার বসানোর কাজ চালু হয়ে যাবে। তিনি আশাবাদী, ২০২৫ সালের মধ্যে সেই প্রকল্প শেষ হতে পারে। এর পাশাপাশি জানান, ২০২২-২৩ সালে ৩.৮ লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এর জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে। অন্যদিকে ১০০ শতাংশ পোস্ট অফিসকেই কোর ব্যাঙ্কিংয়ের আওতায় আনা হচ্ছে। অনলাইনেই ব্যাঙ্ক থেকে পোস্ট অফিসে টাকা লেনদেন করা যাবে। পাশাপাশি সুবিধা মিলবে এটিএম, নেট ব্যাঙ্কিংয়ের।