নয়াদিল্লি: বিশ্বের কমপক্ষে ৩১ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস নতুন প্রজাতি এবং ভারতও তার থেকে বাদ নেই। ইতিমধ্যেই একাধিক জন আক্রান্ত হয়েছে ওমিক্রনে। সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সময়ও নষ্ট করছে না কেন্দ্রীয় সরকার তাই রাজ্যগুলিকে চিঠি দিয়ে নয় গাইডলাইন জারি করেছে তারা। নতুন প্রজাতির আতঙ্ক বাড়তে থাকায় প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে সতর্ক করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ প্রত্যেক রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছেন, টেস্টিং যেন আগের থেকে বাড়ানো হয় এবং হটস্পট এলাকা চিহ্নিত করার কাজ শুরু হয়। পাশাপাশি নতুন করে যারা ভাইরাস আক্রান্ত হচ্ছেন তাদের বিশেষ নজরদারিতে আনার নির্দেশ দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত আইসোলেশনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এছাড়াও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজন অনুযায়ী কনটেইনমেন্ট জোন বানিয়ে নিতে। একই সঙ্গে টিকাকরণ যাতে দ্রুত গতিতে চালু রাখা যায় সেদিকেও নির্দেশ দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার চাইছে, যারা এখনো পর্যন্ত প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় টিকা নেননি, তারা যেন তাড়াতাড়ি নিয়ে নেন। সম্প্রতি কেন্দ্র জানিয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হচ্ছে কিন্তু আপাতত এই ইস্যুতেও ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। ভারতে আসা যাত্রীদের জন্য একাধিক নিয়মাবলী জারি করা হয়েছে।
কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিমানযাত্রার ৭২ ঘণ্টা আগের rt-pcr নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। এছাড়াও ওয়েবসাইটে ফর্ম ফিলাপ করে জানিয়ে দিতে হবে যে গত দুই সপ্তাহ ধরে সেই যাত্রী কোথায় ছিল। তথ্য যে একদম সঠিক সেটার প্রমাণ দিতে হবে যাত্রীকে। অন্যদিকে উপসর্গহীন যাত্রীরাই একমাত্র বিমানযাত্রার সুবিধা পাবেন।