আর ব্যবহার করা যাবে না প্লাস্টিকের পতাকা, কড়া নির্দেশ কেন্দ্রের

আর ব্যবহার করা যাবে না প্লাস্টিকের পতাকা, কড়া নির্দেশ কেন্দ্রের

1832f685e41b066ab2d4863e95d881a6

 

নয়াদিল্লি: আর ব্যবহার করা যাবে না প্লাস্টিকের পাতাকা৷ কাপড় বা কাগজের পতাকাই এবার থেকে ব্যবহার করতে হবে৷ এই মর্মে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে চিঠি পাঠাল কেন্দ্র৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, পরিবেশ সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে এটাই প্রথম নয়৷ এর আগেও একই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল কেন্দ্রের তরফে৷ তবে তা এখনও সম্পূর্ণ রূপে কার্যকর হয়নি৷

আরও পড়ুন- পদক জয়ীদের সম্মান জানাল কেন্দ্র, অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ প্রধানমন্ত্রীর

 
এই নির্দেশিকা জারি করে কেন্দ্রের তরফে বলা হয়েছে, প্লাস্টিক জাতীয় পদার্থ পচনশীল নয়৷ ফলে তা মাটির সঙ্গেও মেশে না৷ বরং মাটিতে আটকে নানান সমস্যা সৃষ্টি করে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় প্লাস্টিকের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ পাশাপাশি বলা হয়েছে, জাতীয় পতাকার প্রতি সম্মান জনানো প্রত্যেকেরই কর্তব্য৷ কিন্তু সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে পতাকা নিয়ে সচেতনতার অভাব রয়েছে৷ প্লাস্টিকের পতাকা কাগজ বা কাপড়ের পতাকার মতো  বায়োডিগ্রেডেবল নয়৷ 

আরও পড়ুন- সামুদ্রিক নিরাপত্তায় জোর দিলেন মোদী, রাষ্ট্রসঙ্ঘের বিতর্কসভায় নিশানায় চিন

কেন্দ্রীয় সরকারের তরফে আরও জানানো হয়েছে, যে কোনও জাতীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে ‘ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া ২০০২’ অনুসারে নাগরিকরা যেন কাগজের তৈরি পতাকা ব্যবহার করেন৷ সকলের কাছে এই  অনুরোধ জানানো হচ্ছে৷ পাশাপাশি ওটাও মাথায় রাখতে হবে ব্যবহারের পর পতাকা যেন  মাটিতে ফেলে দেওয়া না হয়৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *