নয়াদিল্লি: আসন্ন উৎসবের মরশুমে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ পালনের ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে সতর্ক করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা আজ সব রাজ্যের মুখ্যসচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে উৎসবের মরশুমে জনবহুল এলাকায় কোভিড আচরণ বিধি মেনে চলার ওপরে জোর দিয়েছেন। ওই সময়েও নমুনা পরীক্ষা, চিকিৎসা, টিকাকরণ সহ পাঁচ দফা কোভিড মোকাবিলা কৌশল মেনে চলার জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে জানান হয়েছে যে, ৩১ অগস্ট পর্যন্ত মেয়াদ বেড়েছে কেন্দ্রের করোনা গাইডলাইনের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব তাঁর চিঠিতে বলেছেন, দেশজুড়ে কোভিড সংক্রমণএর সংখ্যা নিম্নগামী হওয়ার বিষয়টি সন্তোষজনক হলেও মোট আক্রান্তের সংখ্যা এখনও যথেষ্ট উদ্বেগজনক। ফলে আত্মতুষ্টির কোনও অবকাশ নেই। তাই কোভিড সংক্রান্ত বিধি নিষেধে ছাড় দেওয়ার আগে পরিস্থিতি যথাযথ ভাবে পর্যালোচনা করে নেওয়ার কথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যগুলিকে আরও একবার স্মরণ করে নিয়েছেন। সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে জানান হয়েছে, করোনা বিধির ক্ষেত্রে কোনও ছাড় না দেওয়া হয়। বিশেষত যে সব জেলায় করোনা সংক্রমণের হার অনেকটাই বেশি, সেখানে নজর রাখার কথা বলা হয়েছে। এই প্রেক্ষিতেই ৩১ অগস্ট পর্যন্ত দেশ জুড়ে করোনা সংক্রান্ত গাইডলাইনের মেয়াদ বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক।
উল্লেখ্য, দেশে এদিন একলাফে ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৬৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪১ হাজার ৬৭৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২২ হাজার ২২ জন।