প্রবীণদের ৩ মাসের অগ্রিম পেনশন দেওয়ার ঘোষণা কেন্দ্রের

প্রবীণদের ৩ মাসের অগ্রিম পেনশন দেওয়ার ঘোষণা কেন্দ্রের

122568ade21cc7a1ab555d4e733b2868

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে কল্পতরু কেন্দ্র৷ সরকারি পেনশনভোগীদের তিনমাসের অগ্রিম পেনশন দেওয়া হবে বলে শুক্রবার ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার৷ পাশাপাশি তিন মাসের অগ্রিম বেতন দেওয়া হবে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী এবং বিধবা মহিলাদেরও৷ এপ্রিলের প্রথম সপ্তাহেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অগ্রিম পেনশন৷

বৃহস্পতিবারই দেশবাসীর জন্য ১.৭ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ করোনা পরিস্থিতিতে কেন্দ্রের প্রস্তাবিত প্রকল্প মোতাবেক শুক্রবার অগ্রিম পেনশন দেওয়ার কথা ঘোষণা করা হয়৷ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম অনুযায়ী এই সুবিধা পাবেন ২ কোটি ৯৮ লক্ষ উপভোক্তা৷

এই প্রকল্প অনুযায়ী, প্রতি মাসে ২০০ টাকা করে পেনশন দেওয়া হবে ৬০ থেকে ৭৯ বছরের প্রবীণদের৷ ৮০ বছরের উর্দ্ধে হলে মিলবে মাসিক ৫০০ টাকা৷ ৪০ থেকে ৭৯ বছরের বিধবা মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে ৩০০ টাকা৷ ৮০ বা তার চেয়ে বেশি বয়সীদের মাসে ৫০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷  ৭৯ বছর পর্যন্ত প্রতিবন্ধীরা পাবেন মাসিক ৩০০ টাকার পেনশন৷ অশীতিপর প্রতিবন্ধীরা পাবেন মাসিক ৫০০ টাকা করে পেনশন৷

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, লকডাউনে কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী অন্ন যোজনায় আগামী ৩ মাসের জন্য বর্তমান রেশনের সঙ্গে বিনামূল্যে মাথাপিছু অতিরিক্ত ৫ কেজির চাল বা গম দেওয়া হবে। এছাড়াও ১০০ দিনের কাজের মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হবে৷ এছাড়াও সামাজিক পেনশন প্রকল্পে ষাটোর্ধ্ব ব্যক্তি, বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ১০০০ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *