নয়াদিল্লি: অলিম্পিকে ভারতের হয়ে পদক জিতে এসেছেন একাধিক খেলোয়াড়রা। আজ দেশে ফিরতেই তাদের সকলকে সংবর্ধনা জানাল কেন্দ্রীয় সরকার। দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে আইনমন্ত্রী কিরেন রিজিযু সহ আরো অনেকে। এমনকি ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন বিকেলে টোকিও থেকে দেশে ফেরেন সোনা জয়ী নীরজ চোপড়া। তবে শুধু নীরজ ফেরেননি, একই সঙ্গে ফিরেছেন ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল, ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বড়গোহাঁই এবং ব্রোঞ্জজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। সকলেই দারুণ অভ্যর্থনা পান দিল্লিতে অবতরণ করার পর। তবে সোনা জয়ী নীরজকে নিয়ে হয়তো সকলের একটু বেশিই উচ্ছ্বাসা ছিল। তিনি বাইরে বেরতেই সকলে ‘নীরজ’, ‘নীরজ’ চিৎকার করতে থাকে। পদকজয়ীদের একবার চোখের দেখার দেখতে মানুষের ঢল নেমেছিল দিল্লি বিমানবন্দরের বাইরে। সন্ধেয় দিল্লিতে একটি পাঁচতারা হোটেলে তাঁদের সকলকে সংবর্ধনা দেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে।
Delhi: Union Sports Minister Anurag Thakur, MoS Sports Nisith Pramanik and Law Minister & former Sports Minister Kiren Rijiju felicitate gold medal-winning javelin thrower Neeraj Chopra. #Olympics pic.twitter.com/7qg4WXWeLu
— ANI (@ANI) August 9, 2021
চলতি অলিম্পিকে ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে ভাল পারফরমেন্স ছিল। এবারের এসেছে সাতটি পদক, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন নীরজ চোপড়া, ভারত্তলনে এবং কুস্তিতে রুপো জিতেছেন মীরাবাঈ চানু এবং রবি কুমার দাইয়া। ব্রোঞ্জ জিতেছে ভারতীয় পুরুষ হকি দল, পি ভি সিন্ধু এবং বজরঙ্গ পুনিয়া ও লভলিনা বোরগোহাই।