করোনা ভ্যাকসিন নিয়ে জনগণকে সাহায্য করতে নতুন অ্যাপ তৈরি কেন্দ্রের

করোনা সংক্রমিত হওয়ার পর থেকে এর ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে। বর্তমানে ভ্যাকসিন লঞ্চ করার মুখে। এই সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণ, তথ্য রেকর্ডিং এবং মানুষের কাছে যাতে ঠিক মতো টিকা পৌঁছে দেওয়া যায় তার জন্য রিয়েল-টাইম পর্যবেক্ষণের একটি মোবাইল অ্যাপ্লিকেশন সহ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, Co-WIN প্ল্যাটফর্ম এই পুরো টিকা প্রক্রিয়া পর্যবেক্ষণে সহায়তা করবে।

নয়াদিল্লি: করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে। বর্তমানে ভ্যাকসিন প্রকাশ হওয়ার মুখে। এই সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণ, তথ্য রেকর্ডিং এবং মানুষের কাছে যাতে ঠিক মতো টিকা পৌঁছে দেওয়া যায়, তার জন্য রিয়েল-টাইম পর্যবেক্ষণের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন সহ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, Co-WIN প্ল্যাটফর্ম পুরো টিকাকরণের প্রক্রিয়া পর্যবেক্ষণে সহায়তা করবে।

তিনি আরও বলেন, “Co-WIN ডিজিটাল প্ল্যাটফর্মে একটি বিনামূল্যে ডাউনলোডযোগ্য৷ মোবাইল অ্যাপ্লিকেশনে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ভ্যাকসিনের তথ্য রেকর্ড করতে সহায়তা করতে পারে। চাইলে যে কেউ এটিতে নিজের নাম নথিভুক্ত করতে পারে। Co-WIN অ্যাপে পাঁচটি মডিউল রয়েছে- প্রশাসক মডিউল, নিবন্ধকরণ মডিউল, টিকা মডিউল, সুবিধাভোগী স্বীকৃতি মডিউল এবং রিপোর্ট মডিউল।’’ ভূষণ জানান, প্রশাসক মডিউলের মাধ্যমে টিকা অধিবেশন পরিচালনা করা হবে। এই মডিউলগুলির মাধ্যমে টিকাকরণের প্রক্রিয়া চলবে৷ টিকা দেওয়ার জন্য নিবন্ধকরণ করার জন্য পৃথক মডিউল বানানো হয়েছে। এটি স্থানীয় প্রশাসন তা পর্যোলচনা করবে, ডেটা আপলোড করবে৷

ভ্যাকসিন মডিউলটি উপকারীদের বিষয়ে বিশদে যাচাই করবে এবং টিকাদানের পরিস্থিতি আপডেট করবে। সুবিধাভোগী স্বীকৃতি মডিউল এসএমএস পাঠাবে৷ একটি টিকা দেওয়ার পরে কিউআর-ভিত্তিক শংসাপত্র তৈরি করবে। ভূষণ ডিজিটাল প্ল্যাটফর্মের বিবরণে বলেন, এটি মডিউলটি কতটি ভ্যাকসিন সেশন পরিচালিত হয়েছে, কতজন লোক এতে অংশ নিয়েছে, কত লোক বাদ পড়েছে, ইত্যাদি সম্পর্কে রিপোর্ট প্রস্তুত করবে৷ মোবাইল অ্যাপ্লিকেশনটি রিয়েল-টাইম ডেটা মূল সার্ভারে তুলে ধরবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =