মাইক বন্ধ করা হয়নি, মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ পত্রপাঠ খারিজ কেন্দ্রের

নয়া দিল্লি: নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়নি৷ মুখ্যমন্ত্রীর  অভিযোগ ওড়াল কেন্দ্র। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে নীতি আয়োগের বৈঠক থেকে…

নয়া দিল্লি: নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়নি৷ মুখ্যমন্ত্রীর  অভিযোগ ওড়াল কেন্দ্র। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, বৈঠকে তিনি বক্তব্য শুরুর পাঁচ মিনিটের মধ্যেই মাইক অফ করে দেওয়া হয়। কিন্তু কেন্দ্রের দাবি, মুখ্যমন্ত্রীর মাইক অফ করা হয়নি। ঘড়ি দেখিয়েই তাঁকে জানানো হয়েছিল নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। কেন্দ্রের সাফাই, “মধ্যাহ্নভোজের পর বক্তব্য রাখার কথা ছিল তাঁক। কিন্তু তাঁর ফেরার তাড়া থাকায়, পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে বৈঠকের সপ্তম স্পিকার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।”

 

কেন্দ্রের তরফে আরও বলা হয়, কোনও বেল বাজানো হয়নি। ঘড়ি দেখিয়েই বলা হয়েছিল সময় শেষ। মধ্যাহ্নভোজের পর ফের বলার সুযোগ পেতেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগেই বৈঠক থেকে ওয়াক আউট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।