পিএম কেয়ার্স গঠনে কোনও আইন ভঙ্গ হয়নি, সুপ্রিম দাবি কেন্দ্রের

পিএম কেয়ার্স গঠনে কোনও আইন ভঙ্গ হয়নি, সুপ্রিম দাবি কেন্দ্রের

 
নয়াদিল্লি: করোনা দেশের জাতীয় বিপর্যয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে কোথাও নেই, জাতীয় বিপর্যয়ের সময় কোনও তহবিল গঠন করা যাবে না। পিএম কেয়ার্সের স্বপক্ষে এভাবেই যুক্তি সাজাল কেন্দ্র। করোনা আবহে দেশের মানুষেক কাছে সাহায্যের আবেদন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই গঠন করা হয় পিএম কেয়ারস ফান্ড। কিন্তু  বর্তমানে বিতর্কের শিরোনামে উঠে এসেছে পিএম কেয়ারস।

সুপ্রিম কোর্টে পিএম কেয়ার্সের বিরুদ্ধে একটা জনস্বার্থ মামলা করা হয়। সেখানে কেন্দ্রের তরফে জানানো হয়েছে,  পিএম কেয়ারসের সব টাকা পিএমএনআরএফের মাধ্যমে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ত্রাণ নেওয়ার জন্যই এই তহবিল গঠন করা হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এখানে কাউকে জোর করা হয়নি। মানুষ স্বেচ্ছায় টাকা দিয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
আবেদনকারীদের দাবি যে এনডিআরএফ আগের থেকেই আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ধারা ৪৬ অনুযায়ী। সেখানে নতুন করে পিএম কেয়ারস হলে সেটির আইনি কোনও বৈধতা নেই, তাই সেখানে জমা পড়া টাকা এনডিআরএফে ক্রেডিট হওয়া উচিত।

পিএম কেয়ার্স আগেও বিতর্কের মুখে পড়েছে। পিএমকেয়ার্সের টাকা কোথায় খরচ হয়েছে এই নিয়ে আরটিআই করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই আরটিআইয়ের উত্তরে জানানো হয়, পিএম কেয়ার্স কোনও কোনও সরকারি ত্রাণ তহবিল নয়। এরপরেই প্রধানমন্ত্রী বিতর্কের মুখে পড়েন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 11 =