তলহা সইদকে ‘জঙ্গি’ ঘোষণা করল ভারত! কে এই ব্যক্তি

তলহা সইদকে ‘জঙ্গি’ ঘোষণা করল ভারত! কে এই ব্যক্তি

নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে ৩১ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। একইসঙ্গে, তার ব্যক্তিগত এবং সংগঠন জামাত-উদ-দাওয়ারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরেই তলহা সইদকে নিয়ে বড় ঘোষণা করল ভারত। তাঁকে ‘চিহ্নিত সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে দেওয়া হয়েছে। তবে কে এই তলহা সইদ? আসলে তলহা হল জঙ্গি হাফিজ সইদের ছেলে।

আরও পড়ুন- ৯০ বার করোনা টিকা নিলেন প্রৌঢ়! কারণ অবাক করবে

এই ইস্যুতে একটি বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে বলা হয়েছে, ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) অনুযায়ী জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার নেতা হাফিজ মহম্মদ সইদের ছেলেকে ‘জঙ্গি’ তালিকার অন্তর্ভুক্ত করা হচ্ছে। হাফিজের ছেলে তলহার ভূমিকা কী? আসলে জামাত নিষিদ্ধ হওয়ার পরে মিল্লি মুসলিম লিগ সংগঠনের নামে কাজ করে সে। লস্করের সামাজিক সংগঠন জামাত-উদ-দাওয়ার নেতা তলহা। হাফিজ সইদ মুম্বই হামলার মূল চক্রী কিন্তু তার সঙ্গে তলহাও ২৬/১১-র ঘটনায় যুক্ত ছিল। তবে শুধু ভারতে নয়, অন্যান্য দেশেও সে জঙ্গি কার্যকলাপে যুক্ত বলে দাবি করেছে দিল্লি।

গতকালই জানা গিয়েছে, মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ৩১ বছরের সাজা শুনিয়ে ৩ লক্ষ ৪০ হাজার টাকার জরিমানা করেছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। এছাড়াও তার তৈরি একটি মাদ্রাসা ও মসজিদের দখল নিতে নির্দেশ দেওয়া হয়েছে পাক প্রশাসনকে। আসলে রাষ্ট্রসংঘের ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সইদ। কিন্তু এর আগেও একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েও সে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছিল। পাকিস্তান প্রশাসন সেই ব্যাপারে কিছুই করেনি বলে অভিযোগ উঠেছিল বিশ্ব মঞ্চে। কিন্তু এবার এই সাজা শোনানোয় কী প্রভাব পড়বে আন্তর্জাতিক মঞ্চে সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − seven =