‘ডিপফেক’ চিন্তা বাড়াচ্ছে, মেটা, গুগলকে বৈঠকে ডাকল কেন্দ্র

‘ডিপফেক’ চিন্তা বাড়াচ্ছে, মেটা, গুগলকে বৈঠকে ডাকল কেন্দ্র

5011652903576c036358c1bc2cbbfda1

নয়াদিল্লি: বেশিদিন আগের কথা নয়। অভিনেত্রী রশ্মিকা মান্দানার এক ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় যা দেখে অনেকের চক্ষুছানাবড়া হয়েছিল। অভিনেত্রী যে ধরনের পোশাক পরেছিলেন তা নিয়ে সমালোচনা শুরু হয় ব্যাপকভাবে। কিন্তু পরে জানা যায়, সেটি ছিল ভুয়ো। পুরনো এক ভিডিওতে অন্য একজন মহিলার মুখের পর তাঁর মুখ বসিয়ে বানানো হয়েছিল এই ‘ডিপফেক’ ভিডিও। এই প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। 

সূত্র মারফত জানা গিয়েছে, ডিপফেক প্রযুক্তি নিয়ে আলোচনা করার জন্য এক বৈঠকের ডাক দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আর সেই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে ফেসবুকের পরিচালক সংস্থা মেটা, গুগল এবং অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাকে। আগামী শুক্রবার এই বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, বৈঠকটি ডেকেছে কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রক। বৈঠকে থাকার কথা দুই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখরের। কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে আদতে ভালো ভালো কাজ করা গেলেও সাম্প্রতিক সময়ে একাধিক নেতিবাচক কাজ করা হচ্ছে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী এই ইস্যুতে বার্তা দেন। 

প্রসঙ্গত, শুধু রশ্মিকা মান্দানা নন, শেষ কয়েক দিনে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং কাজলেরও ফেক ভিডিও ছড়ায়। কাজলকে দেখা গিয়েছিল ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করতে। আর ক্যাটরিনার তোয়ালে জড়ানো ভিডিও ভাইরাল হয়। যদিও পরে সব পরীক্ষার পর জানা যায়, সবকটি ভুয়ো।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *