Aajbikel

বাস দুর্ঘটনায় রাজ্যের পর আর্থিক সাহায্য কেন্দ্রের, দেহ শনাক্তে DNA পরীক্ষা

 | 
bus

নয়াদিল্লি: ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের, ৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। চলন্ত বাসে আগুন লেগে ঘুমন্ত অবস্থাতেই পুড়ে মারা গিয়েছেন যাত্রীরা। এই মর্মান্তিক ঘটনায় এবার আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে টুইট করেছেন তিনি। 

শনিবার মহারাষ্ট্রের বুলধানায় এলাকায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে এমন ঘটনা ঘটে। জানা গিয়েছে, রাস্তার ধারে একটি পোলে গিয়ে ধাক্কা মারে বাস। তারপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উলটে গেলে তাতে আগুন লেগে যায়। অধিকাংশই ঘুমন্ত অবস্থা ছিলেন। তারা বাসেই পুড়ে মারা যান। বাস থেকে কোনও ভাবে ৮ জন যাত্রী প্রাণে বেঁচে বেরিয়ে আসেন। এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।  

অন্যদিকে জানা গিয়েছে, মৃতদেহগুলি পুড়ে যাওয়ায় তা শনাক্ত করতে সমস্যা হচ্ছে। সেই কারণে ডিএনএ পরীক্ষা করা হবে অধিকাংশ মৃতদেহের। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এমনটাই জানিয়েছেন। সঙ্গে এটাও স্পষ্ট করেছেন, দুর্ঘটনার জন্য রাস্তার পরিকাঠামো দায়ী নয়। প্রসঙ্গত, বাসটির চালক এই দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন। তিনিই পুলিশকে জানিয়েছেন, বাসের টায়ার ফেটে গিয়ে এই বিপত্তি ঘটে। যদিও পুলিশ শুধুমাত্র তার বয়ানে সন্তুষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Around The Web

Trending News

You May like