নয়াদিল্লি: ডিএ নিয়ে বাংলায় আন্দোলনের প্রভাব আরও বেশি করে বাড়ছে। যত দিন এগোচ্ছে, বিক্ষোভকারীদের তেজ আরও বৃদ্ধি পাচ্ছে। যদিও রাজ্যের সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এদিকে কেন্দ্রের সরকারের সাম্প্রতিক যে সিদ্ধান্ত তা বঙ্গের সরকারকে আরও চাপে ফেলবে বলেই অনুমান করা হচ্ছে। কারণ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে।
আরও পড়ুন- কেষ্টর পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা! কার দাক্ষিণ্য? উত্তর খুঁজছে ইডি
শুক্রবার ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই কেন্দ্রের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে। আর নতুন প্রস্তাব কার্যকর হলে আগের ৩৮ শতাংশের বদলে ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। এই প্রসঙ্গে কেন্দ্রের তরফে জানান হয়েছে, এই ডিএ বৃদ্ধির ফলে প্রায় ১২ হাজার ৮০০ কোটি টাকার বেশি খরচ হবে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দু’বার ডিএ বৃদ্ধি করা হয়। প্রথম দফার ডিএ বৃদ্ধির ঘোষণা সাধারণত হয় মার্চ মাসেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”‘বাম আমলে নিয়োগেও দুর্নীতি’, সাংবাদিক বৈঠকে নয়া দাবি তৃণমূলের! TMC’s allegation against Left” width=”835″>
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাপকভাবে চাপ বাড়ল তা বলাই বাহুল্য। দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে বলে দাবি জানানো হচ্ছে। কিন্তু সেইরূপ পদক্ষেপ এখনও পর্যন্ত নেয়নি সরকার আর কার্যত নেওয়া সম্ভব না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রের ডিএ বৃদ্ধি রাজ্যের সরকারি কর্মীদের জন্য যেন আরও ক্ষত বাড়িয়ে দিয়েছে। যদিও তারা স্পষ্ট বলছেন, ডিএ আদায় করেই ছাড়বেন।