তফসিলি জাতি উপজাতির উপর বেড়েছে অত্যাচার! স্বীকার করল কেন্দ্রও

তফসিলি জাতি উপজাতির উপর বেড়েছে অত্যাচার! স্বীকার করল কেন্দ্রও

নয়াদিল্লি:  বর্ণভিত্তিক সমাজব্যবস্থার বিরুদ্ধে ভারতবর্ষে দীর্ঘদিন ধরেই চলে আসছে প্রতিবাদ। তবে সম্প্রতি এ দেশে নিম্নবর্ণের মানুষদের উপর অত্যাচার ও বৈষম্যের ঘটনা বেড়ে গেছে চোখে পড়ার মতো। দেশের নানা প্রান্ত থেকে বারবার সামনে আসছে নিম্নবর্ণের উপর অপরাধের সংবাদ। এতদিন তেমন আমল না দিলেও এবার সংখ্যালঘুদের উপর বৈষম্যের কথা স্বীকার করে নিল কেন্দ্র সরকারও। 

আরও পড়ুন- নির্মম! আদিবাসী কিশোরীকে গণধর্ষণের পর পাথর মেরে খুন, শেষ করা হল বাবা-ভাইঝিকে

২০১৯ সালে দেশে তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মানুষের উপর অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে, এদিন এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি। সংসদের উচ্চ কক্ষে এদিন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের একটি প্রশ্নের জবাবে একথা স্বীকার করে নিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর এই স্বীকারোক্তির পর এবার দেশের তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির প্রতি নজর দেওয়া হবে, আশাবাদী বিশেষজ্ঞ মহল।

বস্তুত, এর আগে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) এদেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একটি রিপোর্ট পেশ করেছিল। সেখানে বলা হয়েছিল ২০১৯ সালে তফশিলি জাতি (SC) শ্রেণিভুক্তদের উপর অপরাধের ঘটনা বেড়ে গেছে প্রায় ৭.৩ শতাংশ। সেই সঙ্গে তফশিলি উপজাতি (ST)-ভুক্তদের ক্ষেত্রে অপরাধ বৃদ্ধির হার ২৬.৫ শতাংশ। এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডির স্বীকারোক্তি আদতে এনসিআরবি-র সেই রিপোর্টকেই মান্যতা দিল। 

আরও পড়ুন- ফসলের দাম মাত্র ১টাকা! তীব্র হতাশায় কেজি কেজি ফুলকপি ফেলে দিল কৃষকরা

অবশ্য রাজ্যসভায় নিজের বক্তব্য পেশ করার সময় ক্রাইম রেকর্ড ব্যুরোর কোনো পরিসংখ্যানের কথা উল্লেখ করেন নি রেড্ডি। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক সুরক্ষা, SC-ST শ্রেণির মানুষের উপর অপরাধের তদন্ত ও বিচারের ভার সংশ্লিষ্ট রাজ্য সরকারের। রাজ্যগুলি আইন মোতাবেক এই ধরনের অপরাধ মোকাবিলা করতে সক্ষম।” তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মানুষের স্বার্থ সুরক্ষায় কেন্দ্র সরকার দায়বদ্ধ, জানান তিনি। 

উল্লেখ্য, ভারতের সব জায়গাতেই এনআরসি প্রযুক্ত হবে কিনা তা নিয়েও এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয় নি কেন্দ্র, এদিন সেকথাও জানিয়েছেন জি কিষান রেড্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + ten =