শিশুদের ভ্যাকসিন নিয়ে বড় আশ্বাস কেন্দ্রের, অপেক্ষার আর কিছু দিন

শিশুদের ভ্যাকসিন নিয়ে বড় আশ্বাস কেন্দ্রের, অপেক্ষার আর কিছু দিন

নয়াদিল্লি: আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, অল্প কিছু দিনের মধ্যেই শিশুদের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন তৈরি হয়ে যাবে বলে আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার। দিল্লি হাইকোর্টকে এমনটাই জানিয়েছে তারা। স্পষ্ট বলা হয়েছে যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। 

করোনা টিকাকরণে শিশু ও তাদের অভিভাবকদের অগ্রাধিকার দেওয়া উচিত, এই আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি আবেদন জমা পড়েছিল। তার প্রেক্ষিতেই কেন্দ্রের তরফে জানান হয়েছে যে, জাইডাস ক্যাডিলার ডিএনএ ভ্যাকসিন ইতিমধ্যেই ১২ থেকে ১৮ বছর বয়সীদর উপর ট্রায়াল শেষ করেছে। সংস্থার অনুমোদন মিললেই আগামীদিনে এই ভ্যাকসিন ব্যবহার শুরু হয়ে যাবে। অন্যদিক, ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন শিশুদের ওপর কার্যকর কিনা বা কতটা কার্যকর, তা জানতে ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর পরীক্ষামূলক ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া, এই কথাও আদালতে জানিয়েছে কেন্দ্র। এখন আপাতত পুরো বিষয়টাই সময়ের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন: আগামী ১২০-২৫ দিন ভীষণ গুরুত্বপূর্ণ! ‘তৃতীয় ঢেউ’ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের

 আসলে করোনা ভাইরাস তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলেই একাধিক রিপোর্ট দাবি করেছে ইতিমধ্যেই। এদিকে শিশুদের জন্য এখনও কোনও ভ্যাকসিন আসেনি বাজারে। করোনা ভাইরাস তৃতীয় ঢেউ আটকাতে টিকাকরণে জোর দিতেও বলছে বিশেষজ্ঞ মহল। তাই যত দ্রুত সম্ভব শিশুদের জন্য ভ্যাকসিন আনার তোড়জোড় চলছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে হুঁশিয়ারি দিয়ে জানান হয়েছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে যে হার্ড ইমিউনিটি লাগে সেটা এখনো দেশে আসেনি। তাই তৃতীয় ঢেউয়ের জন্য সাধারণ মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। পালন করতে হবে করোনাভাইরাস নিয়ম বিধি। হার্ড ইমিউনিটি সঠিকভাবে তৈরি হয়নি বলেই দেশের নানা জায়গায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে। এই প্রেক্ষিতেই দাবি করা হচ্ছে যে আগামী কমপক্ষে ৩ মাস খুবই গুরুত্বপূর্ণ দেশের জন্য।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *