নয়াদিল্লি: সেন্ট্রাল ভিস্তা নিয়ে বড়সড় জয় কেন্দ্রের৷ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নির্মাণের উপর স্থগিতাদেশের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট৷ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পাশাপাশি আদালত এও জানায়, এটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য জাতীয় প্রকল্প৷ ফলে এর নির্মাণ বন্ধ করা যাবে না৷
আরও পড়ুন- টিকা না নিলে মিলবে না কারণ সুধা, যোগী রাজ্যে নয়া উদ্যোগ প্রশাসনের
করোনা পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ স্থগিত রাখার জন্য দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আনিয়া মালহোত্রা এবং সোহেল হাশমি৷ কিন্তু মামলার শুনানি চলার সময় বিচারপতি ডিএন প্যাটেল এবং বিচারপতি জ্যোতি সিংহের বেঞ্চ তাদের আবেদন খারিজ করে দেয়৷ তাঁরা জানান, এই আবেদন উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি যথাযথ জনস্বার্থ মামলা নয়৷ এর জন্য আবেদনকারীদের ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷
এদিন রায় ঘোষণার সময় আদালত জানায়, নির্মাণ কাজ বন্ধ রাখার কোনও প্রশ্নই ওঠে না৷ সাপুরজি পালনজি গোষ্ঠী এই নির্মাণ কাজ চালাচ্ছে এবং ২০২৪ সালের নভেম্বর মাসে তা শেষ হওয়ার কথা৷ তাই নির্মাণ কাজের উপর স্থগিতাদেশ দেওয়া হবে না৷ প্রসঙ্গত, ১৭ মে এই মামলার শুনানি শেষ হয়৷ সোমবার ছিল মামলায় রায় ঘোষণা৷ রায় ঘোষণার সময় দিল্লি হাইকোর্ট আরও বলেন, দেশের মানুষের কাছে এই প্রকল্পের গুরুত্ব রয়েছে৷ এটা বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়৷ তাছাড়া এই প্রকল্পের সঙ্গে যুক্ত নির্মাণকর্মীরাও নির্মাণস্থলে রয়েছে৷ ফলে এই কাজ স্থগিতাদেশ দেওয়া হবে না৷ সেই সঙ্গে আদালতের সংযোজন, এর আগে ডিডিএম-এর নির্দেশেও প্রকল্পের কাজ বন্ধ করতে বলা হয়নি৷
আরও পড়ুন- বেসরকারি হাসপাতালের ভ্যাকসিন প্যাকেজে রাশ টানল কেন্দ্র
এই প্রকল্পে একাধিক সরকারি ভবন পুনর্নির্মাণের পাশাপাশি গড়ে তোলা হচ্ছে নতুন সংসদ ভবন৷ যার জন্য খরচ হচ্ছে ২০ হাজার কোটি টাকা৷ ২০১৯ সালে এই প্রকল্পের ঘোষণা করে কেন্দ্রের মোদী সরকার৷ ২০২৪ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা হবে৷