central minister
নয়াদিল্লি: দেশের রাজধানী দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছে তৃণমূল। গতকাল রাজঘাটে ধর্নার পর আজ যন্তর-মন্তরে কর্মসূচি ছিল তাদের। সেখান থেকেই চিঠির বোঝা নিয়ে কৃষি ভবনে পৌঁছেছিলেন তৃণমূল প্রতিনিধিরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই দল সন্ধ্যে সাড়ে ৬টার মধ্যে কৃষি ভবনে পৌছলেও তাঁদের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় মন্ত্রী। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করানোর পর তিনি ‘দেখা করা সম্ভব নয়’ বলে জানিয়েছেন বলে দাবি করেছে তৃণমূল। তবে এর পালটাও দিয়েছে তারা।
রাত্রি পৌনে আটটা পর্যন্ত যে খবর মিলেছে তাতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী প্রজ্ঞা নিরঞ্জন তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেননি। কখন তিনি দেখা করবেন, কথা বলবেন, সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না বলে দাবি করে তৃণমূল। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, মন্ত্রীর সঙ্গে দেখা না করে তারা কৃষি ভবন ছেড়ে যাবে না। প্রথমে ঠিক হয়েছিল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের ডেপুটি প্রজ্ঞা তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দুপুর ১২টায় দেখা করবেন। পরে সেই সময় বদল হয়। কিন্তু এখন তিনি কথা দিয়েও কথা রাখছেন না বলে দাবি করছে বাংলার শাসক দল। তাঁদের অভিযোগ, এদিন বিকেলেই গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে কৃষি ভবনে গিয়েই দেখা করে এসেছেন বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই এমন করা হচ্ছে। এতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, ৫০ লক্ষ মানুষের চিঠি নিয়ে দিল্লি এসেছেন তারা এবং সেই চিঠি নির্দিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর দফতরে তারা পৌঁছে দেবেন। এদিন প্রথম কর্মসূচি সারার পর সেই চিঠিগুলি কাঁধে নিয়েই যন্তর মন্তর থেকে পায়ে হেঁটে দিল্লির কৃষি ভবনে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলীয় নেতারা।