ইম্ফল: অশান্তি কমছে না মণিপুরে। যত দিন যাচ্ছে তত বেশি যেন উৎকণ্ঠা বাড়ছে উত্তর-পূর্বের এই রাজ্যকে ঘিরে। কয়েক দিন আগেই খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে গিয়ে শান্তির বার্তা দিয়ে এসেছিলেন। জঙ্গিদের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। কিন্তু কোনও কাজে এল না সেই বার্তা। এখন আরও বেশি উত্তাপ ছড়িয়েছে রাজ্যে। চলতি সপ্তাহেই মহিলা-সহ ৯ জনকে গুলি করে খুন করা হয়েছে। এবার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতেই আগুন লাগানোর ঘটনা ঘটল।
জানা গিয়েছে, বিজেপি নেতা তথা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী আরকে রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, প্রায় হাজার জন মিলে তাঁর বাড়িতে হামলা করেছিল। কিন্তু সেই সময়ে তিনি বাড়িতে ছিলেন না। তাই তাঁর কোনও ক্ষতি হয়নি, তবে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় গোটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ভস্মীভূত হয়েছে অধিকাংশ জিনিসই। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির নিরাপত্তায় প্রায় ২২ জন ছিল। কিন্তু এত মানুষের ভিড় তারা সামলাতে পারেনি। নিরাপত্তারক্ষীদের দাবি, দুষ্কৃতীরা মন্ত্রীর বাড়িতে মুড়িমুড়কির মতো পেট্রোল বোমা ছুড়ে মারে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”হাইকোর্টের নির্দেশ কতটা তাৎপর্যপূর্ণ? মনোনয়ন পেশে থানাকে সাহায্য! | bengal panchayat election 2023″ width=”853″>
আগের সপ্তাহে নিরাপত্তাবাহিনীর সঙ্গে কুকি জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তাতেও একাধিক মানুষ আহত হয়েছিল। কিন্তু সেই সময়ে কারোর মৃত্যু হয়নি। তবে তার ঠিক পরেই চলতি সপ্তাহের মঙ্গলবার রাতে অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ গিয়েছে ৯ জনের। এছাড়া সেনা অভিযান চলাকালীন গুলিতে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। অসম রাইফেলসের ২ জওয়ান এখনও হাসপাতালে চিকিৎসাধীন।