অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রতিবাদে  সরব কেন্দ্রীয় নেতৃত্ব

অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রতিবাদে  সরব কেন্দ্রীয় নেতৃত্ব

8f7181e1723da67f64190e412950fa03

মুম্বই: রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে বুধবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ৷ তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে৷ ২০১৮ সালে আত্মহত্যা করেন ৫৩ বছরের ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক৷ তাঁরা  সুইসাইড নোটে তাঁদের মৃত্যুর জন্য অর্ণব গোস্বামীকে দায়ী করে যান৷ 

আরও পড়ুন- খুনের মামলায় অর্ণব গোস্বামীকে ‘গ্রেফতার’ করল পুলিশ

অন্বয়ের অভিযোগ, অর্ণব গোস্বামী এবং আরও দু’জন তাঁকে ৫ কোটি ৪০ লক্ষ পাওনা টাকা না দেওয়ায় প্রবল আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাঁকে৷ কনকর্ড ডিজাইনার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন অন্বয় নায়েক৷ বেশ কিছুদিন রিপাবলিক টিভির হয়েও কাজ করেছিল তাঁর সংস্থা। অন্বয়ের মেয়ে অদন্য নায়েক গত মে মাসে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে দেখা করেন৷ তিনি জানান, তাঁর বাবার মৃত্যু  তদন্ত সঠিক ভাবে করা হয়নি৷ এর পরেই নতুন করে তদন্তের নির্দেশ দেন দেশমুখ৷  

বুধবার রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্নব গোস্বামীর গ্রেফতারিকে ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি৷ রেলমন্ত্রী টুইট করে বলেন, ‘‘মহারাষ্ট্রে সংবাদমাধ্যমে স্বাধীনতার উপর এই আক্রমণের নিন্দা করছি৷ এই ফ্যাসিবাদী পদক্ষেপ অঘোষিত জরুরি অবস্থার ইঙ্গিত৷’’ টুইট করে ঘটনার নিন্দা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ তিনি বলেন, ‘‘জরুরি অবস্থার মতো পদক্ষেপ করছে মহারাষ্ট্র সরকার৷’’ তিনি আরও বলেন, ‘‘আজকের ঘটনা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে৷ যখন এই ভাবেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হত৷ মহারাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর এই আক্রমণের নিন্দা জানাই৷ ’’ 

আরও পড়ুন- কোনওরকম বাড়তি চার্জ কাটবে না ব্যাঙ্ক! স্পষ্ট করল সরকার

অন্যদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, মহারাষ্ট্রে ঠাকরে সরকার গঠনের পর প্রতিষোধ নেওয়ার জন্য কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি৷ কারও বিরুদ্ধে প্রমাণ পেলে পুলিশ ব্যবস্থা নিতে পারে৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *