উপকৃত হবেন প্রায় ৮০ কোটি! করোনা আবহে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

উপকৃত হবেন প্রায় ৮০ কোটি! করোনা আবহে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেহাল অবস্থা দেশের। একাধিক রাজ্যে সংক্রমণ এবং মৃত্যুর হার দিনে দিনে বাড়ছে। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। জানানো হল, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে খাদ্য শস্য দেওয়া হবে দেশের সমস্ত দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের। কেন্দ্রের এই ঘোষণায় কমপক্ষে ৮০ কোটি ভারতবাসী উপকৃত হবেন বলে অনুমান করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আগামী মে এবং জুন মাসে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে এবং দারিদ্র্যসীমার নিচে থাকা সকল মানুষকে রেশন দেওয়া হবে বিনামূল্যে। এর জন্য কেন্দ্রীয় সরকারের খরচ পড়বে প্রায় ২৬ হাজার কোটি টাকা। আজই করোনাভাইরাস পরিস্থিতির জন্য সবচেয়ে খারাপ অবস্থা হওয়া ১১ টি রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। এদিকে আজকের বৈঠকে প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের আশ্বাস দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন রাজ্যের অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছে দেওয়ার কাজ করছে। এর জন্য ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেস চালু করেছে বলেও বলেন তিনি। এমনকি খালি অক্সিজেন ট্যাঙ্কার দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমানের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে, ২৩ টি মোবাইল অক্সিজেন প্লান্ট নিয়ে আসা হবে জার্মানি থেকে যা এক সপ্তাহের মধ্যেই চলে আসবে ভারতে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩, ৩২, ৭৩০ জন। মৃত্যু হয়েছে ২, ২৬৩ জনের। এই মুহূর্তে দেশের সংক্রমণের হার ৫.৯৩ শতাংশ কিন্তু দৈনিক সংক্রমণের হার ১৯.১২ শতাংশ! স্বাভাবিকভাবে আন্দাজ করা যাচ্ছে যে পরিস্থিতি আরো বেশি খারাপ হচ্ছে প্রত্যেক মুহূর্তে। এই মুহূর্তে দেশে মোট অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন ২৪ লক্ষ ২৮ হাজার ৬১৬ জন। গত ২৪ ঘন্টায় তা বেড়েছে ১ লক্ষ ৩৭ হাজার ১৮৮ জন। করোনা মহামারী শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত এটিই সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণ। পাশাপাশি এটিই বিশ্বজুড়ে কোনও দেশের সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =